Home » Madhyamik Result 2022 : মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দেবশিখা

Madhyamik Result 2022 : মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম দেবশিখা

by Biplabi Sabyasachi
0 comments

Madhyamik Result 2022 : পূর্ব মেদিনীপুরের চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী ৬৯১ নম্বর পেয়ে রাজ‍্যে তৃতীয় ও জেলায় প্রথম হয়েছেন দেবশিখা প্রধান। ৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান দখল করল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার মানিকজোড় কে কে হাইস্কুলের ছাত্র প্রতীক মাইতি। রাজ্যে অষ্টম স্থানে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট কেটিপিপি হাইাস্কুলের ছাত্রী ঈশিতা সামন্ত। প্রাপ্ত নম্বর ৬৮৬। রাজ্যের মধ্যে দশম পূর্ব মেদিনীপুরের তন্নিষ্ঠা দাস ও আলেখ্য বর। প্রাপ্ত নম্বর ৬৮৪।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ


ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পূর্ব মেদিনীপুরের চোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের ছাত্রী ৬৯১ নম্বর পেয়ে রাজ‍্যে তৃতীয় ও জেলায় প্রথম হয়েছেন দেবশিখা প্রধান। তার বাড়ি এগরা ১ ব্লকের চোরপালিয়া গ্ৰামে । বাবা পেশায় গৃহ শিক্ষক এবং মা গৃহবধূ । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্রী জানান , ‘এত ভালো ফলাফল হবে কখনো আশা করিনি।

আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে সপ্তম ও অষ্টম স্থানে মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের দুই কৃতী রনিত ও দেবমাল্য

Madhyamik Result 2022
মাধ্যমিকে রাজ্যে তৃতীয় ও পূর্ব মেদিনীপুরে প্রথম দেবশিখা প্রধান। প্রাপ্ত নম্বর ৬৯১।

তাছাড়া টেস্টের পর ১২ ঘন্টার বেশি পড়াশোনা করতাম। বাবা ও কাকুর কাছেই বেশী পড়াশোনা করতাম । তাছাড়া একজন শিক্ষিকার কাছে আমি পড়াশোনা করতাম। ” তবে ভবিষ্যতে চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে বলে জানায় দেবশিখা। তার এই সাফল্যে খুশি পরিবার ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। দেবশিখার বাবা উৎপাল প্রধান বলেন, ‘আমার স্বপ্ন ছিল৷ আমার আর্থিক অবস্থা ভাল নয় ৷ গৃহশিক্ষকতা করে সংসার চালাই৷

এক নজরে মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরের কৃতী ছাত্র-ছাত্রীর তালিকা :


নামবিদ্যালয়ের নামপ্রাপ্ত নম্বরপ্রাপ্ত স্থান
দেবশিখা প্রধানচোরপালিয়া শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠ৬৯১
পৌলমি বেরাদক্ষিণচক হাই স্কুল৬৮৯
সমতা কুইলাকন্টাই হিন্দু গার্লস হাই স্কুল৬৮৮
প্রতীক মাইতিমানিকজোড় কামিনী কুমারী হাই স্কুল৬৮৮
সায়ন্তন মাইতিকিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন৬৮৭
ঈশিতা সামন্তকোলাঘাট কে.টি.পি.পি. হাই স্কুল৬৮৬
সরস্বত গায়েনহাসচড়া মৃত্যুঞ্জয় ধনঞ্জয় হাই স্কুল৬৮৬
অনীশ ঘড়াইবিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষা নিকেতন (হাই স্কুল)৬৮৬
অনুষ্কা পাহাড়িকন্টাই হিন্দু গার্লস হাই স্কুল৬৮৪১০
প্রত্যুষা মিশ্রকন্টাই হিন্দু গার্লস হাই স্কুল৬৮৪১০
অর্ঘদীপ মাইতিকিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন৬৮৪১০
সৌম্যদীপ গিরিজ্ঞানদীপ বিদ্যাপীঠ (হাই স্কুল)৬৮৪১০
সৌনক প্রামানিকতমলুক হ্যামিল্টন হাই স্কুল৬৮৪১০
আলেখ্য বরতমলুক হ্যামিল্টন হাই স্কুল৬৮৪১০
তন্নিষ্ঠা দাসরাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাইাস্কুল৬৮৪১০
সৌম্যদীপ শেঠকান্ডপশরা দেশপ্রাণ হাইস্কুল৬৮৪১০
মাধ্যমিকে পূর্ব মেদিনীপুরের কৃতী ছাত্র-ছাত্রীর তালিকা

আরও পড়ুন : মাধ্যমিকে পশ্চিম মেদিনীপুরে প্রথম স্থানে ঘাটালের রৌনক

Madhyamik Result 2022

Madhyamik Result 2022
রাজ্যে অষ্টম স্থানে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট কেটিপিপি হাইস্কুলের ছাত্রী ঈশিতা সামন্ত। প্রাপ্ত নম্বর ৬৮৬।

মেয়ে ভাল রেজাল্ট করে ডাক্তারি পড়তে পারলে আমার স্বপ্নপূরণ হবে৷’ অপরদিকে মাধ্যমিকে অষ্টম স্থান অর্জন করল পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের কেটিপিপি হাইস্কুলের ছাত্রী ঈশিতা সামন্ত। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। রীতিমতোই খুশি ঈশিতার পরিবার ও তার স্কুলের শিক্ষক শিক্ষিকারা। ঈশিতা জানায় শিক্ষকের কাছে সে টিউশন পড়তো।তার পাশাপাশি বাড়িতে ৬ ঘন্টারও বেশী সময় ধরে পড়াশুনা চালাত।

আরও পড়ুন : জাতীয় স্তরে দৌড়ে সোনা, ব্রোঞ্জ ও রৌপ্য পদক ঝাড়গ্রামের গৃহবধূ নন্দিনীর

Madhyamik Result 2022
রাজ্যের মধ্যে দশম, প্রাপ্ত নম্বর ৬৮৪ । পূর্ব মেদিনীপুরের রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাইাস্কুলের ছাত্রী তন্নিষ্ঠা দাস ।

পড়াশানার পাশাপাশি ছবিআঁকা ও ব্যাটমিন্টন খেলায় সিদ্ধ হস্ত। সবমিলিয়ে এদিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাও মৌসুমী সেনগুপ্ত জানাম তিনি রীতিমতো খুশি।স্কুলের নামকে উজ্জল করায় খুশি জেলাবাসী। ঈশিতা কেটিপিপি “বি’ টাইপ আবাসনের বাসিন্দা। বাবা চন্দন সামন্ত কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত।প্রকৃত বাড়ি দক্ষিন ২৪ পরগনায় বিষ্ণুপুর ব্লকের পাথরবেড়িয়া গ্রামে। ২০১৮ সাল থেকে কোলাঘাটে আসেন। সবমিলিয়ে ঈশিতার রেজাল্টে খুশি পরিবার থেকে শিক্ষক শিক্ষিকারা।

Madhyamik Result 2022
পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পায়রাচালী এলাকার বাসিন্দা আলেখ্য বর। মাধ্যমিক ৬৮৪ পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অর্জন করেছে।

রাজ্যের মধ্যে দশম, প্রাপ্ত নম্বর ৬৮৪ । পূর্ব মেদিনীপুরের রাজকুমারী সান্ত্বনাময়ী গার্লস হাইাস্কুলের ছাত্রী তন্নিষ্ঠা দাস । পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পায়রাচালী এলাকার বাসিন্দা আলেখ্য বর। মাধ্যমিক ৬৮৪ পেয়ে রাজ্যের মধ্যে দশম স্থান অর্জন করেছে। সে তমলুকের হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র।

আরও পড়ুন : বদলি হলেন পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের জেলাশাসক

৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান দখল করল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার মানিকজোড় কে কে হাইস্কুলের ছাত্র প্রতীক মাইতি।

৬৮৮ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান দখল করল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার মানিকজোড় কে কে হাইস্কুলের ছাত্র প্রতীক মাইতি। শিক্ষক পিতা তপন মাইতি ও শিক্ষিকা মাতা কৃষ্ণা দাস মাইতি। প্রতীকের এই ফলাফলের জন্য গর্বিত এলাকাবাসী সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতিরতন ত্রিপাঠী জানিয়েছেন, ‘মেধাবী এই ছাত্র চার মাস অসুস্থ ছিল।ভেলোরে চিকিৎসা চলাকালীনও পড়াশোনা চালিয়ে গেছে।ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় ভূপতিনগরের এই কিশোর।’উল্লেখ্য কয়েকবছর আগে ভগবানপুরের ছাত্র মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল, বর্তমানে ডাক্তারি পাঠরত।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Madhyamik Result 2022

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.