101
			
                    
					
			
            
				            
							                    
							        
    পত্রিকা প্রতিনিধি: করোনার আবহাওয়ার মাঝেও খুশির খবর পূর্ব মেদিনীপুরে।রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে কোলাঘাট বাসী।কারন তাদের ঘরের ছেলে সৌমপ্রভ ৬৮৫ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে।সৌমপ্রভ কোলাঘাট কে.টি.পি.পি. উচ্চ বিদ্যালয়ের ছাত্র।সৌমপ্রভ বাড়িতে খুশিতে মেতে উঠেছেন পরিবারের সকলেই।বাবা মা আত্মহারা হয়ে উঠেছেন ছেলের এমন ফল প্রকাশে।সৌমপ্রভ জানান -“আমার এই ফল প্রকাশের পেছনে আমার বাবার ভূমিকা সবথেকে বেশি।এছাড়া স্কুল শিক্ষক ও গৃহ শিক্ষকেরাও প্রচুর সাহায্য করেছেন।তবে এতটা রেজাল্ট আশা করিনি।এখনো পর্যন্ত ভেবে দেখা হয়নি কী নিয়ে পড়াশুনো করবো।তবে ফিজিক্স আমার প্রিয় বিষয়।
 
			        