পত্রিকা প্রতিনিধি : পাঁচ বছরের ভালোবাসা ফিরে পাওয়ার দাবি নিয়ে বেলদুয়ার গ্ৰামে প্রমিকের বাড়ির সামনে ধর্নায় বসল প্রেমিকা মানসী রানা। ঘটনাটি ঘটেছে, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের গোপীবল্লভপুর থানার অন্তর্গত বেলদুয়ার গ্রামে। জানা গেছে, বেলদুয়ার গ্রামের প্রমিকা মানসী রানা ও প্রেমিক বিনন্দ রানার পাঁচ বছর ধরে ভালোবাসার সম্পর্ক রয়েছে। বর্তমানে প্রেমিক বিনন্দ রানা প্রেমিকা মানসী রানাকে বিয়ে করতে অস্বীকার করলে গতকাল থেকে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছে প্রেমিকা মানসী রানা তার পাঁচ বছরের ভালোবাসা ফিরে পাওয়ার দাবি নিয়ে। রবিবার প্রেমিকা মানসী রানা র ধর্নার খবর ছড়িয়ে পড়তে এলাকায় মানুষের ভিড় জমতে থাকে। প্রেমিকার ধর্না তোলার জন্য পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু নিজের যেদে অনড় প্রেমিকা। প্রেমের মর্যাদা দিয়ে বিয়ে করার কথা যতক্ষণ না প্রেমিক স্বীকার করবেন ততক্ষণ প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসে থাকবেন প্রেমিকা মানসী রানা। প্রসঙ্গত, জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকার প্রেমিক অনন্ত রায় বর্মন ধরনায় বসে ফিরে পেয়েছিল তার ভালোবাসা। তারপর প্রায় এরকম ঘটনা শোনা যায়। তারই উদাহরণ এবার ফুটে উঠলো গোপীবল্লভপুর থানার বেলদুয়ার গ্রামে। পাঁচ বছরের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় অনড় প্রেমিকা মানসী রানা।
2