Lok Sabha Election
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : জীবনে প্রথম ভোট দেবেন আঠারো ঊর্ধ যুবতী। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম তোলার পর সদ্য ভোটার কার্ড হাতে পেয়েছেন। ২৫ শে মে ঘাটালের ভোট গ্রহণ। গণতন্ত্রের উৎসবে অংশ নেওয়ার প্রাক মুহূর্ত। এমন সময় ভোট প্রচারে টলিউড মহাতারকা দেব আসছেন বাড়ির সামনে। বড় পর্দার অভিনয় জগতের স্বপ্নের হিরোর অটোগ্রাফ নিতে রাস্তার পাশে প্ল্যাকার্ড হাতে যুবতী সৌমিলি দাস নামে খড়ার শহরের সাত নম্বার ওয়ার্ডের নতুন এক ভোটার। প্ল্যাকার্ডে লেখা “ইটস মাই ফার্স্ট ইলেকশন অটোগ্রাফ প্লীজ – বিগ ফ্যান”।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
অগত্যা বিগ ফ্যানের এই আবেদনে সাড়া দিয়ে অটোগ্রাফ দিলেন দেব। সিনেমার পর্দায় দেখা পছন্দের অভিনেতার অটোগ্রাফ পেয়ে মন ভরলো সৌমিলির । শুক্রবার ঘাটাল লোকসভা কেন্দ্রের খড়ার শহরে ভোট প্রচারে নেমেছিলেন তৃণমূলের অভিনেতা প্রার্থী দেব ওরফে দীপক অধিকারী। হুড খোলা গাড়িতে প্রায় দু কিমি রাস্তা রোড শো করে ভোট প্রচার করেন তিনি। এইসময় উঠে আসে নানান চিত্র। রাস্তার মোড়ে মোড়ে দেবের সেলফি আর অটোগ্রাফ নিতে স্মার্ট ফোন আর কাগজ কলম নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অল্প বয়সী যুবতীদের।
Lok Sabha Election
আরও পড়ুন : প্রশাসন কড়া ব্যবস্থা নেয়নি! কেউ স্বামী হারা, কেউ সন্তান হারা, মহিলারা জোট বাঁধলেন চোলাই ভাটি ভাঙতে
আরও পড়ুন : বনদপ্তরের জমি দখল করে অবৈধ নির্মাণ মেদিনীপুর শহরে, বুলডোজার দিয়ে ভেঙে দিল বনদপ্তর
তাদের মধ্যে কেউ কলেজ পড়ুয়া আবার কেউ স্কুলের গণ্ডিতেই এখনও রয়েছে। চ্যালেঞ্জ বা চ্যাম্পিয়ন বা আই লাভ ইউ সিনেমার মত নানান কমার্শিয়াল সিনেমায় দেবের রোমাঞ্চকর অভিনয় যুবক যুবতীর মনে দাগ কেটেছে। মাহী মাহি গানে উদাস হয়েছে দেব প্রেমীরা। এদিনের ভোট প্রচারে তারই প্রতিক্রিয়া দেখা গেল খড়ার শহরে। প্রসঙ্গত এবার ভোটে নতুন ভোটারদের ভোট পড়বে কোনো এক তারকার ঘরে। একদিকে দেব অন্যদিকে হীরন। দুই তারকার মধ্যে নতুন ভোটাররা কাকে বেছে নেন তার ওপরেই ভাগ্য নির্ধারণ করতে পারে তারকা প্রার্থীদের।
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Lok Sabha Election
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper