পত্রিকা প্রতিনিধি: ঝাড়গ্রাম জেলার সর্বত্র করোনা তার থাবা বসাতে পারেনি। জেলার কয়েকটি প্রান্তে কিছু লোক করোনা আক্রন্ত হয়েছেন । করোনা যাতে প্রভাব বিস্তার করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। তার নজির দেখা গেল ঝাড়গ্রাম গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক এলাকায়। এদিন গোপীবল্লভপুর থানার পুলিশ হাতিবাড়ি মোড় থেকে গোপীবল্লভপুর বাজার সর্বত্রই মাক্স এর ব্যবহার নিয়ে বিশেষ অভিযান চালায়। পাশাপাশি সচেতন করাহয় সাধারণ জনতাকে। করোনার হাত থেকে কিভাবে তারা নিস্তার পেতে পারে তা বোঝানো হয়। পথচারী, বাইক আরোহী থেকে শুরু করে সবাইকে মাক্স পরতে বাধ্য করা হয়। তার সঙ্গে মাক্স বিহীন ব্যক্তিদের রাস্তার মাঝে দাঁড়ি করিয়ে উঠক বৈঠক করান কর্তব্যরত পুলিশ কর্মীরা। বিয়ে বলে সেখানেও কোনো ছাড় নেই। বর, কনের বাড়ির লোক এবং বর, কনেকেও মাক্স পরেই বিয়ে করতে অনুরোধ করা হয়। এভাবেই সচেতনতা চলবে বলে জানিয়েছে গোপীবল্লভপুর থানার পুলিশ।