Egra Lockdown
ওয়েবডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: সারা রাজ্যের পাশাপাশি জেলাগুলিতেও বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। আর এই পরিস্থিতিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। যার জেরে ইতিমধ্যে জেলার বিভিন্ন পুরসভা এলাকায় শুরু হয়েছে লকডাউন। এবার একই পথে হাঁটল এগরা পুরসভা। করোনা সংক্রমণ রুখতে এগরা পুরসভা এলাকায় কড়া পদক্ষেপ করল প্রশাসন।
আরও পড়ুন:- জমিতে অজানা জন্তুর পায়ের ছাপ! ফের ‘বাঘের আতঙ্ক’ ঝাড়গ্রামে
আরও পড়ুন:- তিলকা মুর্ম্মুর আত্মবলিদান দিবস পালন পশ্চিম মেদিনীপুরে
সংক্রমণ রুখতে সপ্তাহে ২ দিন বন্ধ থাকবে বাজার। বৃহস্পতিবার পুরসভা ও পুলিশের এক বৈঠকে এমনই সিদ্ধন্ত হয়েছে। ইতিমধ্যে তা বিজ্ঞপ্তির আকারে জানিয়েও দিয়েছে পুরসভা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী ১৬ই জানুয়ারি থেকে ৩০ শা জানুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ও রবিবার পুরসভার সমস্ত দোকানপাট বন্ধ ও ওই দুই দিন পুরসভা এলাকায় সম্পূর্ণ লকডাউন থাকবে। শুধুমাত্র ওষুধ দোকান খোলা থাকবে।
Egra Lockdown
আরও পড়ুন:- মেদিনীপুরে ঘুড়ির সিন্থেটিক মাঞ্জা সুতোর বিরুদ্ধে অভিযান মেদিনীপুর পৌরসভার
আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেতাকে জ্যান্ত কবর দেওয়ার হুমকি, চাঞল্য এলাকায়
Egra Lockdown
আরও পড়ুন:- পশ্চিম মেদিনীপুরে লরি চালককে খুEgra Lockdownন করে মালবোঝাই ট্রাক ছিনতাই, গ্রেফতার ২
তাছাড়া প্রত্যেক জনসাধারণ, ক্রেতা-বিক্রেতা , সকলকে বাধ্যতামূলক মাক্স ব্যবহার করতে হবে। পাশাপাশি করোণা সংক্রমণ রোধে প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। তাছাড়া করণা সংক্রমণ প্রতিরোধ এর সমস্ত জনসাধারণকে সরকারি বিধি নিষেধ কঠোরভাবে পালন করতে হবে বলে জানা যাচ্ছে। তবে এমন হঠাৎ করে সপ্তাহের দুদিন লকডাউন থাকার ঘোষণার স্থানীয়দের একাংশ সমস্যায় পড়বেন বলে জানাচ্ছেন। প্রভাব পড়বে দিন আনা দিন খাওয়া মানুষদের রুজিরুটির উপর।
আরও পড়ুন:- দীঘায় একসঙ্গে জালে উঠল বহুমূল্য ৫০ মন গুরজালি মাছ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Egra Lockdown
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: The number of Corona infections is increasing in the districts as well as across the state. In this situation, corona infection has increased in the East Midnapore district. Due to this, the lockdown has already started in different municipal areas of the district. This time Egra Municipality walked the same path. The administration took strict measures in the Egra municipality area to prevent corona infection.
The market will be closed 2 days a week to prevent infection. Such a decision was taken at a meeting of the municipality and the police on Thursday. The municipality has already informed it in the form of a notification. According to the notification, all shops in the municipality will be closed every Thursday and Sunday from January 16 to January 30 and there will be a complete lockdown in the municipality area on those two days. Only drug stores will remain open.
Moreover, every public, buyer-seller, everyone has to use compulsory Max. Besides, everyone should maintain social distance to prevent coronary infection. Moreover, it is known that all people have to strictly abide by the government rules and regulations to prevent the transmission of the disease. However, some locals are saying that the sudden announcement of lockdown two days a week will cause problems. It will have an effect on the livelihood of the people who eat from day to day.