পত্রিকা প্রতিনিধ: দিন দিন বাড়ছে করোনা সংক্রমিতদের সংখ্যা।দাঁতনে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দন্ত চিকিৎসকের করোনা পজিটিভ ধরা পড়ায় আতঙ্ক বেড়েছে।পরে এক ফটোগ্রাফার ও এক তৃণমূল কংগ্রেস কর্মীরও পজিটিভ আসে।তবে প্রতিদিন এক দুজন করে আক্রান্ত হয়েছেন।করোনা শৃঙ্খল ভাঙার জন্য পাঁচদিন পূর্ন লকডাউন ঘোষনা দাঁতনে।সুত্রের খবর, দাঁতন-১নং ব্লকের জয়পুরা, ভবানীপুর, কাজিমহল্লা, চাউলিয়া, সরাইবাজার এলাকায় বিগত কয়েক দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারনে ব্লক লেভেল টাস্ক ফোর্সের আলোচনার মাধ্যমে ১৯ আগস্ট থেকে ২৩ শে আগস্ট পর্যন্ত দাঁতন বাজারের ভূষিমাল দোকান ও ঔষধ দোকান ছাড়া সম্পূর্ন লকডাউন ঘোষনা করা হয়েছে।প্রসঙ্গত ব্লক লেভেল টাস্ক ফোর্সের আলোচনায় উঠে এসেছে রাজ্য সরকারের ঘোষনা ছাড়াও এই দিন গুলিতে পূর্ন লকডাউন জারির পাশাপাশি পুলিশি টহল ও থাকবে এলাকায়।প্রশাসনিক এই উদ্যোগে খুশি এলাকাবাসী।
করোনা সংক্রমন বাড়ায় টানা ৫ দিন পূর্ন লকডাউন দাঁতনে
You Might Also Like
Biplabi Sabyasachi
- Advertisement -