Roadblocks
আরও পড়ুন ঃ-দিঘায় সৈকতে দেখা মিললো বিশালাকৃতির হাঙর, দেখতে ভিড় জমালেন পর্যটকরা
পত্রিকা প্রতিনিধি: কংসাবতী ক্যানেল সংস্কারের দাবিতে কলাবনির ৫ নং রাজ্য সড়কে পথ অবরোধ করল গ্রামবাসীরা। ভগ্নপ্রায় ক্যানাল সংস্কারের দাবিতে ঝাড়গ্রামের কলাবনি তে ৫ নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ এলাকাবাসীর ।সোমবার সকাল ৯ টা থেকে রাজ্য সড়ক অবরোধের জেরে চরম সমস্যায় পড়েন সাধারন মানুষ থেকে শুরু করে যানবাহন চালকেরা। সপ্তাহের শুরুতেই কাজের জায়গায় যেতে না পেরে বিরক্তি প্রকাশ করেন বেশির ভাগ মানুষ।
অবরোধকারী দের দাবি, কলাবনি গ্রামের মাঝে একটি ক্যানেলের কালভার্ট ভেঙ্গে গেছে দীর্ঘদিন ধরে। ফলে গ্রাম থেকে ঝাড়গ্রাম শহরে যেতে বেশির ভাগ দিন সমস্যায় ভুগতে হয় গ্ৰামবাসীদের। গাড়ি না চলতে পারায় কেউ অসুস্থ হলে চরম বিপাকে পড়তে হয় তাদের। কালভার্ট সারাই এর দাবিতে সোমবার ৫নং রাজ্য সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। ফলে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে পড়ে । অবরুদ্ধ হয় লোধাশুলি ঝাড়গ্রাম ৫ নম্বর রাজ্য সড়ক। ঘটনা স্থলে বিশাল পুলিশ এসে হাজির হয়।
অপরদিকে জেলা প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগে পথ অবরোধ করা হয় জেলার ভিন্ন জায়গায়। একদিকে যেমন কালভার্ট সারাইয়ের দাবিতে কলাবনিতে ৫নং রাজ্য সড়ক অবরোধ করেনগ্রামবাসীরা, আবার অপরদিকে বৈতা তেও নদী বাঁধ এর দাবিতে সকাল ৭টা থেকে চলে পথ অবরোধ। এদিন পথ আটকে জেলাশাসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। যদিও এর আগেও পথ আটকে গ্রামবাসীরা এই একই দাবি রেখেছিলেন। বক্তব্য সেই সময় প্রায় ৭ মাস আগে এখানে জেলাশাসক স্বয়ং এসে নদীর ভাঙন রোধে চারিদিকের ছবি করে নিয়ে যায় এবং ৩ মাস পর কাজ শুরুর আশ্বাস দেওয়া হয়।কিন্তু প্রতিশ্রুতি আজও বিশ বাঁও জলে। এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। একাধিক বাড়ি, চাষের জমি, ফসল প্রভৃতি নদীতে গ্রাস করে ফেলছে। যতক্ষণ না জেলাশাসক নিজে উপস্থিত হচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলতে থাকবে এমনটাই জানান গ্রামবাসীরা। রাজনৈতিক মহলও প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীরা।পরে ঝাড়গ্রামের পুলিশ আধিকারিকদের কথায় পথ অবরোধ তুলে নেওয়া হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Roadblocks
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore