Fake vote
আরও পড়ুন ঃ–সবংয়ে বিজেপি কর্মীর বাড়িতে হামলা , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পত্রিকা প্রতিনিধিঃ দ্বিতীয় দফার নির্বাচনের আগের দিন পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভার বসনচক ও নারায়ণগড় বিধানসভার বেলদার বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কার্যালয়ের সামনে মিললো পশ্চিমবঙ্গ পুলিশের লোগো লাগানো ভোটের ফল প্রকাশের আগাম সমীক্ষার লিফলেট। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। উল্লেখ্য, কেশপুর বিধানসভা কেন্দ্রের ১৬ টি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল এগিয়ে রয়েছে অপরদিকে নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের ১৬ টি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ও তৃণমূল এগিয়ে রয়েছে, কত ভোটে তারা এগিয়ে রয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে সেই লিফলেটে।
আর এই লিফলেটকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচনের আগের দিন এই ধরনের পোস্টার ছড়িয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে তৃণমূল। যদিও এই বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তবে হুবহু জেলা পুলিশের প্যাড এর আদলে ছাপিয়ে কম্পিউটার প্রিন্ট এই সমীক্ষা ছড়িয়েছে কেউ বা কারা। যা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে ভোটের আগেই।
এবিষয়ে জেলা পুলিশ সুপার দিনেশ কুমার বলেন , এই ঘটনার খবর নজরে এসেছে। পুলিশের লোগো অপব্যবহার করে ভুয়ো একটি সমীক্ষা প্রকাশ করা হয়েছে। এছাড়াও আরও অন্যরকম সমীক্ষায় প্রকাশ করার কাগজপত্র উদ্ধার হয়েছে। তবে কে বা কারা পুলিশের লোগো ব্যবহার করে ভোটের ফল প্রকাশের আগাম সমীক্ষার তালিকা ছড়িয়েছে তা নিয়ে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Fake vote
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore