Kurmi Protest affects panchayat election 2023, Kurmi leaders appear in nominations declaring rebellion against ruling party.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পঞ্চায়েত নির্বাচনের আগে জঙ্গলমহল জুড়ে কুড়মি সম্প্রদায়ের শুরু হওয়া আন্দোলন গড়াল পঞ্চায়েত নির্বাচনের ভোট বাক্স পর্যন্ত। জঙ্গলমহলের মেদিনীপুর সদর ও শালবনীতে শাসকদলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে নিজেদের কুড়মি প্রার্থী মনোনয়ন দিতে হাজির হলেন কুড়মি সম্প্রদায়ের নেতারা। জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চল্লিশ জন প্রার্থী মনোনয়ন দিচ্ছেন।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
কুড়মিদের “ঘাগর ঘেরা” কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত বলেন, “শাসক দল থেকে বিজেপি সহ সমস্ত দলই বলেছে কুড়মি নাকি কোন ফ্যাক্টর নয়। তাই আমরা আমাদের জাতের ভিত্তিতে পৃথক প্রার্থী দাঁড় করাতে চলেছি। পশ্চিম মেদিনীপুর জেলাতে ৩৫ জন গ্রাম পঞ্চায়েতে, দুজন জেলা পরিষদে, পঞ্চায়েত সমিতিতে তিনজন প্রার্থী কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেবেন। কুড়মিরা শাসক দলের বিরুদ্ধে ভোট দেবে।” জঙ্গলমহলে কুড়মিদের দেওয়ালে কোন রাজনৈতিক দলকে প্রচার করতে দেয়নি গত একমাস ধরে।
Kurmi Protest
পরিষ্কার তারা জানিয়ে দিয়েছেন তাদের কাছে ‘জাত’ আগে। অবিলম্বে কুড়মিদের এস টি সম্প্রদায়ভুক্ত না করলে এই বিদ্রোহ চলবে। সেজন্য সমস্ত মাহাতদের অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বেরিয়ে আসতে নির্দেশ দিয়েছিল তারা। যার ফলে পঞ্চায়েতে প্রার্থী সংকট তৈরি হয়েছে জঙ্গলমহলে। এসইউসিআই দলের জেলা কমিটির সদস্য প্রভঞ্জন জানা বলেন, “কুড়মিরা বিভিন্ন জায়গায় প্রচার করে রাজনৈতিক দল থেকে সরে আসতে বলেছে। এর জেরে অনেকেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে যেতে ভয় পাচ্ছেন, প্রার্থীও হচ্ছেন না।
আরও পড়ুন : কেশপুরে পঞ্চায়েতের ‘স্বচ্ছ’ মুখ হোসিরুদ্দিন ও মঞ্জু দলবেরা! অভিষেকের ঘোষণা মতো মনোনয়ন জমা করলেন মঞ্জু
একটা সমস্যা তৈরি হয়েছে জঙ্গলমহলে। বিষয়টি কথা বলে মেটানোর চেষ্টা করছি।” তবে শাসক দলের শালবনীর তৃণমূল নেতা কাশেম আলী বলেন, “কুড়মিদের অনেকেই আমাদের সঙ্গে আছে। ওরা আলাদা করে কেন রাজনীতিতে মিশতে চাইছে জানি না, তবে এর কোনো প্রভাব আমাদের ওপর পড়বে না।” বুধবার শালবনী বিডিও অফিসে মনোনয়ন দিতে শেষ মুহূর্তে হাজির হওয়ায় কুড়মিদের ডিসিআর কাটা সম্ভব হলেও শেষ মুহূর্তে মনোনয়ন হয়নি, বৃহস্পতিবার তারা ১৫ জন প্রার্থী মনোনয়ন দিচ্ছেন বলে জানিয়েছেন সুমন মাহাত।
আরও পড়ুন : দিলীপ ঘোষকে দেখে চোর চোর বলে স্লোগান তৃণমূলের
আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের প্রথম দিন নির্বিঘ্নে কাটল পশ্চিম মেদিনীপুর জেলায়, অব্যবস্থার অভিযোগ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Kurmi Protest
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper