Home » Panchayat Elections 2023 : কুড়মিদের গ্রামে নির্বাচনী প্রচারে গেলে ‘ঘাঘর ঘেরা’ করার ঘোষণা, চরমভাবে খালিস্তানেরও সমাধান হয় নি, মন্তব্য বিজেপির

Panchayat Elections 2023 : কুড়মিদের গ্রামে নির্বাচনী প্রচারে গেলে ‘ঘাঘর ঘেরা’ করার ঘোষণা, চরমভাবে খালিস্তানেরও সমাধান হয় নি, মন্তব্য বিজেপির

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিল কুড়মিরা। সোমবার পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে প্রকাশ্য সমাবেশের পর একাধিক শর্ত ঘোষণা করে কুড়মি সম্প্রদায়ের ঘাঘর ঘেরা কমিটি। বলা হয়েছে, স্বজাতির রাজনৈতিক নেতা-নেত্রী, জনপ্রতিনিধিদের সমাজের দাবি পূরণে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত এবং তা করতে তারা দায়বদ্ধ। আর উনারা যদি দায়িত্ব এড়ায় তাহলে সমাজের মানুষেরও তাদের প্রতি কোনো দায়িত্ব-কর্তব্য থাকবে না।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Panchayat Elections 2023
নিজস্ব চিত্র

না হলে সামাজিক ভাবে বয়কট করা হবে। তার পরই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। ঘাঘর ঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত জানিয়েছেন, “ঘোষণা করা হয়েছে স্বজাতির রাজনৈতিক জনপ্রতিনিধি বা পদাধিকারি সবাইকে সমস্ত পদ থেকে তাদের পদত্যাগ করতে হবে। যদি না তারা পদত্যাগ করে সেখানে আমরা সামাজিকভাবে সেই সব জনপ্রতিনিধি বা পদাধিকারীদের সমাজ থেকে বহিষ্কার করব। তবে তারা যদি সিদ্ধান্ত নিতে পারেন যে আমি মাহাত কিন্তু আমি সমাজ থেকে বহিষ্কৃত, আমি কুড়মি নয় এ কথা তারা প্রকাশ্যে বলে যে কোন রাজনৈতিক দলের ব্যানার ধরতে পারেন।”

কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্তি, কুড়মিদের এসটি তালিকাভুক্ত করা সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে আসছে। রেল ও জাতীয় সড়ক অবরোধ বিক্ষোভ, ধর্মঘট কর্মসূচি করেছে। প্রশাসনিক মহলে বৈঠকেও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এরপর পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিল। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি নেতা শমিত দাস জানিয়েছেন, “গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান সম্ভব।

Panchayat Elections 2023

আরও পড়ুন : মেদিনীপুর শহরে টোটো-বাইক সংঘর্ষে মৃত এক যুবক, আহত আরও এক

আরও পড়ুন : “বিকল্প রুটি-রুজির ব্যবস্থা না করে বৈধ-অবৈধ বিভাজনে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা!” মেদিনীপুর শহরে বিশাল প্রতিবাদ মিছিল টোটো চালকদের

চরমভাবে খালিস্তানেরও সমস্যার সমাধান হয়নি। গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে ভারতবর্ষের সংবিধান অনুসারে সব সমস্যার সমাধানের চেষ্টা হবে।” শুধু স্বজাতির রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিদের পদত্যাগ নয়, যেকোনো রাজনৈতিক দলের নেতারা কুড়মি গ্রামে প্রচারে গেলে তাদের শান্তিপূর্ণ ভাবে ‘ঘাঘর ঘেরা’ করার ঘোষণাও করেছে। বলা হয়েছে, কোন কুড়মি গ্রামে যেকোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা নির্বাচনী প্রচারে গেলে তাঁকে শান্তিপূর্ণভাবে ‘ঘাঘর ঘেরা’ করে কুড়মি জনজাতির দাবি পূরণের জন্য কি কি করেছেন তার জবাবদিহি করে ঘাগর ঘেরা করুন।

কুড়মি দেওয়ালে রাজনৈতিক দেওয়াল লিখন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা এবং সমাজের দাবিকে অবহেলা করে যে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে কোনরকম সমর্থন নয়। পাশাপাশি কুড়মি সম্প্রদায়ের শিল্পীদেরও আবেদন করা হয়েছে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারে অংশগ্রহণ না করার। কুড়মি সম্প্রদায়ের প্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত জানিয়েছেন, “সমাজের সেবা করাই হচ্ছে রাজনীতি। তবে কারও কোন বক্তব্য নিয়ে আমি মন্তব্য করতে যাব না। সামাজিক আন্দোলনে আমি সবসময় আছি।”

আরও পড়ুন : ডলফিন উদ্ধার ঘিরে কৌতূহল দাসপুরে

আরও পড়ুন : ঝমঝমিয়ে শিলাবৃষ্টি- ঝোড়ো হাওয়া! স্বস্তির বৃষ্টিতে ভিজল মেদিনীপুর সহ জেলার একাধিক জায়গা

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Panchayat Elections 2023

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.