পত্রিকা প্রতিনিধি: গত ২০ মে রাতে খড়্গপুর কৌশল্যার এস বি আই এ টি এমে গ্যাস কাটার দিয়ে কেটে মোট সাত লাখ অস্টাশি হাজার পাচশত টাকা লুঠ করে কয়েকজন অজ্ঞাত পরিচয়ের দুস্কৃতি। বিশেষ সূ্ত্রের খবর পেয়ে খড়্গপুর টাউন থানার এস আই স্বরাজ এবং এ এস আই বাদল কে নিয়ে ঝাড়্গ্রামের সরডিহা ডালকাটা এলাকায় অভিযান চালায় পুলিশ বাহিনী । সমীর মাহাতোর কাছে এক লাখ টাকা উদ্ধার হয়। এ টি এম লুঠে ব্যবহার করা হুন্ডাই গাড়িটি সমীর এর জামবনি এলাকার আত্মীয় বাড়ি থেকে সিজ হয়। তার স্বীকারোক্তি মতে গ্রেফতার করা হয় দলের পান্ডা সোমনাথকে। জানা যায় ওই যুবক এ টি এম এ টাকা লোডের কাজ করতেন, বাড়ি আরামবাটি। তারপর আর ও তিন জন ,কালিয়া ওরফে রাকেশ, বাড়ি ছোট আইমা।রাজু সোরেন বাড়ি আরামবাটি, অখিলেশ যাদব বাড়ি আরামবাটি। এদের কাছ থেকে উদ্ধার হয় মোট তিন লাখ উনিশ হাজার টাকা। সোমনাথ এর লুঠের টাকা থেকে তিরিশ হাজার নিয়ে বন্ধক থেকে ছাড়ানো বাইক টি ও উদ্ধার হয়।
2
previous post