পত্রিকা প্রতিনিধি: করোনা ভাইরাসের আবহে কাটছাঁট করতে হয়েছে, তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় উৎসাহ-উদ্দীপনার বিন্দুমাত্র খামতি রাখতে চাইছেন না উৎসবপ্রিয় বাঙালি । দুর্গা পুজোর জন্য মন্ডপ তৈরির খুঁটি পুজো থেকেই উৎসবের ধুম লেগে যায় । মঙ্গলবার সকালে এমনই এক উৎসাহ-উদ্দীপনার খণ্ডচিত্র দেখা গেল বিধান নগর পূর্ব সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, মঙ্গলদীপ প্রজ্জ্বলন মঙ্গল আরতি সবশেষে প্রসাদ বিলির মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হল ।তাদের পুজোর সঙ্গে যুক্ত এলাকার প্রত্যেকে শামিল হয়েছিলেন খুঁটি পুজো তে ।স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনেই এই পুজো সম্পন্ন হয়েছে বলেই কর্মকর্তারা জানান। করোনাভাইরাস নিয়ে চাপা আতঙ্ক থাকলেও উৎসব শুরুর আনন্দময় মুহূর্ত গুলো কেউই হাতছাড়া করতে চাইছেন না । কমিটির অভিষেক মন্ডল বললেন করোনার জন্য বিজ্ঞাপন এবার পাওয়ার সম্ভাবনা কম , পাড়ার বাসিন্দাদের চাঁদা দিয়ে পুজো করতে হবে। বাজেট কাটছাঁট করতে হয়েছে এই পুজো এবার ১০ ম বর্ষে পদার্পণ করেছে।
2