Home » Kharagpur : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

Kharagpur : রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুতে জাতীয় সড়ক অবরোধ বিজেপির

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : খড়্গপুরে রেশমি মেটালিকস কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনা নিয়ে উত্তেজনা আরও বাড়লো শুক্রবার। শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল। এবার তারই উল্টোদিকে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ও নেতাকর্মীরা। ঘটনাটি শুক্রবার খড়্গপুরের সাহাচক সংলগ্ন এলাকায়। গত কয়েক মাসে দফায় দফায় রেশমি মেটালিকস কারখানায় দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি গত এক সপ্তাহে দুজনের মৃত্যু হয়েছে বলে দাবি শ্রমিকদের।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Kharagpur
নিজস্ব চিত্র

এরপরই কর্মীদের মধ্যে বিক্ষোভ অসন্তোষ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরে মৃত শ্রমিকের ক্ষতিপূরণ দাবি ও পর্যাপ্ত নিরাপত্তার দাবি করে মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন শ্রমিকরা। মালিক ইতিবাচক ইঙ্গিত না দেওয়ায় কারখানার একটি ইউনিটের সমস্ত জিনিসপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল কয়েকশো শ্রমিক। এরপর শুক্রবার সকাল থেকে পুনরায় বিক্ষোভ শুরু হয় জাতীয় সড়কের পাশে থাকা ঐ কারখানার এক নম্বর গেটের সামনে। সকালে কারখানার গেটের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠন বিক্ষোভ দেখাচ্ছিলেন। পরে সেখানে হাজির হন বিজেপি নেতাকর্মীরা। নেতৃত্বে অগ্নিমিত্রা পাল।

Kharagpur

আরও পড়ুন : ধেয়ে আসছে সাইক্লোন ‘রিমেল’: দিঘা উপকূলে প্রবল জলোচ্ছ্বাস, পর্যটকদের সমুদ্রে নামার নিষেধাজ্ঞা

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

অগ্নিমিত্রা পালের দাবি, “এই কারখানার ছড়ানো দূষণে খড়গপুর ক্ষতিগ্রস্ত। গত এক বছরে ৩০ জনের বেশি শ্রমিক মারা গিয়েছে। তাদের অধিকাংশই দেহ লোপাট করে দেওয়া হয়েছে। অবিলম্বে ক্ষতিপূরণের দাবি করছি। একইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণের পরিকাঠামো না হলে এ কাজ করতে দেব না এখানে।” তবে স্থানীয় লোকজনদের ওই কারখানায় কাজে নেওয়া হয় না বলেও অভিযোগ করেছেন অগ্নিমিত্রা। তিনি বলেন, “এই কারখানায় স্থানীয় লোকজনদের নেওয়া হয় না। শ্রমিকের মৃত্যু হলে ক্ষতিপূরণ না দিয়ে দেহ লোপাট করে দেওয়ার জন্য উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যার লোকজনদের নেওয়া হয়।”

আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা

আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Kharagpur

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.