পত্রিকা প্রতিনিধি: করোনা পিছু ছাড়ছে না রেলশহর খড়গপুরের।কয়েকদিন আগেই খড়গপুরে ৭ জনের শরীরে করোনা সংক্রমণের হদিশ মেলে । স্বাস্থ্য দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বুধবার আবার নতুন করে ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এদের মধ্যে ৩ জনই খড়গপুর রেল সুরক্ষা বাহিনীর জওয়ান ও ১ জন খড়গপুর রেলওয়ে ডিভিশনাল হাসপাতালের সাফাই কর্মী। এই পরিস্থিতিতে জেলার খড়্গপুরে করোনা সংক্রমনের সংখ্যা সব থেকে বেশি ।রেল শহরে প্রথম করোনার হদিস মেলে একসাথে ৬ জন আর.পি.এফ কর্মীর শরীরে। রেল সূত্রের খবর ওই জওয়ানরা দিল্লিতে অস্ত্র আনতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ।বুধবার নতুন করে আবার তিনজন জওয়ান করোণায় আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসল পুলিশ প্রশাসন সহ স্বাস্থ্য দফতর। সম্প্রতি খড়্গপুরে যে ৮ জনের শরীরে করোনার হদিশ মিলেছিল তাদের মধ্যে ছিলেন ১ জন জওয়ান । জানা যায় ওই জওয়ানের সাথেই থাকতেন এই ৩জন রেল সুরক্ষা বাহিনীর কর্মী । সেখান থেকেই আক্রান্ত হতে পারেন এই তিনজন জওয়ান প্রাথমিক অনুমান, স্বাস্থ্য দপ্তরের। অপরদিকে কিছুদিন আগেই তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় করোনা পরীক্ষার জন্য, বুধবার দিন ওই ৩ কর্মীর করোনা রিপোর্ট পজেটিভ আসে ।অন্যদিকে আরো ১ জন সাফাই কর্মীর শরীরে করোনা সংক্রমণ ঘটে। ওই কর্মী খড়গপুর রেলওয়ে ডিভিশনাল হাসপাতালে সাফাই এর কাজ করতেন,ওই ব্যক্তির শরীরে হাসপাতাল থেকে করোনা সংক্রমণ ঘটে বলে মনে করছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ।জেলায় খড়্গপুরে সবথেকে বেশি করোনার হদিস মেলায় কনটেইনমেন্ট জোনের সংখ্যাও বেড়েছে । রেলশহরে লকডাউন কড়াকড়ি করার পাশাপাশি মহামারির বিরুদ্ধে লড়তে বৃহস্পতিবার সকালেই খড়গপুর পুরসভার মিটিং হলে বৈঠকে যোগ দিতে আসছেন কলকাতার রাজ্য পুলিশের ডিজি , থাকছেন খড়্গপুরের বিধায়ক তথা বিদায়ী পুর প্রধান সহ জেলার পুলিশ সুপার, মহকুমা শাসক ও সরকারি আধিকারিকরা।
এই মুহূর্তে খড়্গপুরে মোট কনটেইনমেন্ট জোনের সংখ্যা ১১।এগুলি হল খড়গপুর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড , ওয়ার্ড নম্বর উনিশের সুভাষপল্লী,ঘোষপাড়া, ২ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগরপুর , ২৮ নম্বর ওয়ার্ডের গোপালনগর , ২৭ নম্বর ওয়ার্ডের টুরিপাড়া,৪ নম্বর ওয়ার্ড ,খড়গপুর গ্রামীণের বার বেটিয়া , ১ নম্বর ওয়ার্ডের ইন্দা,খড়গপুর গ্রামীণের চাঙ্গুয়াল এক নম্বর গ্রাম পঞ্চায়েত ,৬ নম্বর ওয়ার্ডের বিজয় পল্লী ,খড়্গপুরের পাঁচবেড়িয়ার বালু বস্তি