Home » Keshpur : কেশপুরে এলাকায় তৃণমূল- কংগ্রেস সংঘর্ষ, চিকিৎসা করাতে এসে ফের হাসপাতাল চত্বরেই সংঘর্ষ

Keshpur : কেশপুরে এলাকায় তৃণমূল- কংগ্রেস সংঘর্ষ, চিকিৎসা করাতে এসে ফের হাসপাতাল চত্বরেই সংঘর্ষ

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দিনভর উত্তেজনা পর্বের মাঝে পশ্চিম মেদিনীপুরেও একাধিক বিশৃঙ্খলা। ভোটে ছাপ্পা, ব্যালট বাক্স লুঠ, সংঘর্ষ কমবেশি সবটাই হল জেলায়। তবে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। সংঘর্ষে আহতেরা চিকিৎসা করাতে এসে হাসপাতালেই সংঘর্ষে চাঞ্চল্য ছড়ায় কেশপুরে। উত্তেজনা সামাল দিতে ছুটে আসে কেশপুর থানার পুলিশ। কেশপুরের উচাহার এলাকাতে অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থী রয়েছেন শেখ হাসিনুদ্দিন। তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন কংগ্রেস প্রার্থী আব্দুল জব্বার মল্লিক।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

অভিযোগ অভিষেক ব্যানার্জীর পছন্দের প্রার্থীকে জেতানো নিয়ে সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল। তার বিরুদ্ধেই তৃণমূলেরই বিক্ষুব্ধ আব্দুল জব্বার মল্লিক কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন। সেই চাপা উত্তেজনা থেকে দুপুরের পর তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায় উচাহার গ্রামে। তৃণমূলের অঞ্চল সভাপতি কাজী শাহাদতের মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেলে তাকে কেশপুর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও তসলিম ও আরিফ নামে আরও দুই নেতা রক্তাক্ত হয়ে যান মাথা ফেটে। চরম উত্তেজনা এলাকায়। রক্তাক্ত হয়ে কেশপুর গ্রামীণ হাসপাতালে হাজির হতেই দুই পক্ষই আবার মুখোমুখি সংঘর্ষ শুরু করে দেয় হাসপাতালের ভেতরে।

চরম রণক্ষেত্র পরিস্থিতি কেশপুর হাসপাতালের ভেতরেই। কংগ্রেস ও তৃণমূলের কর্মীদের মারামারি হাসপাতালের ভেতর থেকে বাইরেও শুরু হয়ে যায়। পরে সামাল দেয় পুলিশ। রক্তাক্ত সকলকেই ভর্তি করা হয়েছে প্রথমে কেশপুরে পরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অন্যদিকে দিনভর জেলার বিভিন্ন প্রান্তে ছাপ্পা-র অভিযোগ উঠেছে। মোহনপুরের সাউটিয়াতে বুথ দখল করে ছাপ্পা দিতে চেষ্টা করে স্থানীয় একদল লোকজন পরে মহিলারা গিয়ে প্রতিবাদ করেন। সবংয়ের ১০৭ নং বুথ আন্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে বোমাবাজির অভিযোগ।

আরও পড়ুন : এক কেন্দ্রের ব্যালট অন্য কেন্দ্রে! পশ্চিম মেদিনীপুরে এক ঘন্টারও বেশী সময় স্থগিত ভোট প্রক্রিয়া

ভোট কর্মীরা জানান বিকেল হতেই বুথের বাইরে হঠাৎ করেই বোমাবাজি শুরু হয়। লুঠ করা হয় ব্যালট বাক্স। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধার করে। আহত ৫ জনকে সবং হাসপাতালে পাঠানো হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা। ভাংচুর করা হয় বাইক। সিভিক ভলেন্টিয়ার ও পুলিশকেও মারধর করা হয় বলে অভিযোগ। নারায়ণগড়ের গুড়দলা এলাকাতে বুথ দখল করে সেখানে ব্যালট বাক্সের ভেতরে জল ঢেলে দেওয়ার ঘটনা ঘটেছে ৷ এমন একাধিক সমস্যা দেখা দিয়েছে জেলাতেও ৷ পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পুননির্বাচন দাবি করে জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি ৷

আরও পড়ুন : আয়াদের দৌরাত্ম্য অব্যাহত মেদিনীপুর হাসপাতালের মাতৃমা বিভাগে, কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন

আরও পড়ুন : বাইক মিছিল করে বাড়ি বাড়ি মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ কুড়মিদের বিরুদ্ধে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Panchayat Election

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.