Home » Didir Doot : দিদি-র দূত হয়ে গিয়ে ‘দল বিরোধীদের’ চা-চক্রে জুন মালিয়া, দলেরই কর্মীদের বিক্ষোভে ছাড়লেন এলাকা

Didir Doot : দিদি-র দূত হয়ে গিয়ে ‘দল বিরোধীদের’ চা-চক্রে জুন মালিয়া, দলেরই কর্মীদের বিক্ষোভে ছাড়লেন এলাকা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চা চক্রে যোগ দিতে গিয়ে বিক্ষোভে এলাকা ছাড়তে হল বিধায়ক জুন মালিয়াকে। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে দিদি-র দূত কর্মসূচীতে বেরিয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া। সঙ্গে ছিলেন পৌরপ্রধান তথা তৃণমূল নেতা সৌমেন খান। পানপাড়া এলাকাতে প্রবেশ করবেন জেনে আগে থেকেই লোকজন নিজেদের বার্তা জানাতে ভিড় করেছিলেন একটি চা দোকানের সামনে ৷


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

Didir Doot
নিজস্ব চিত্র

সেখানে অন্যান্যদের ভিড়ে উপস্থিত হয়েছিলেন পুরনো তৃণমূলের কর্মী এরশাদ আলি সহ তাঁর অনুগামীরা। বেশ কিছুক্ষণ ধরে তাদের সাথে চা-চক্র চলে। ওই সময় সেখানে হাজির হন একদল স্থানীয় তৃণমূল কর্মী। বিক্ষোভ স্লোগান শুরু করেন। দলের সক্রিয় কর্মীদের না জানিয়ে দলবিরোধীদের সাথে আড্ডাকে দলবিভাজন তকমা দিয়ে ক্ষোভ উগরে দেন তারা। পরিস্থিতি দেখে দ্রুত এলাকা ছেড়ে বেরিয়ে যান জুন মালিয়া।

Didir Doot

স্থানীয় তৃণমূলের কাউন্সিলার মোজাম্মেল হোসেন বলেন, “আমি এখানকার সক্রিয় টিএমসি কর্মী, কাউন্সিলার, সংখ্যালঘু প্রতিনিধি ৷ আমার এখানে দিদি এলেন, আমরাই জানতে পারিনি৷ এসে দল বিরোধী কাজে সাসপেন্ড হওয়া লোকজনের সাথে চা-চক্র সারলেন৷ তাই কর্মীরা মেনে নিতে পারেনি, বিক্ষোভ দেখিয়েছে৷ আমি দলের শীর্ষ নেতাদের জানিয়েছি৷” তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, “বিষয়টা ভুল বোঝাবুঝি হয়েছে ৷ মেটানোর চেষ্টা করছি ৷”

আরও পড়ুন : হাতি দেখতে গিয়ে মেদিনীপুর সদরে হাতির হানায় গুরুতর জখম এক ব্যক্তি

আরও পড়ুন : বেহাল রাস্তায় পড়ে মৃত্যু পথচারীর! ঘাটালে টানা দু’ঘন্টা পথ অবরোধ এলাকাবাসীর

যদিও জুন মালিয়া এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেন নি। দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড থাকা এরশাদ আলি অবশ্য বলছেন, “এলাকার বহু মানুষের ক্ষোভ ছিল। ক্ষুব্ধ সেই সমস্ত লোকজনকে নিয়ে আমরা প্রস্তুত ছিলাম দিদির দূত-কে জানাবো বলে। তাই বিধায়ক আসতে আমরা গিয়েছিলাম।” সৌমেন খান বলেন, “দিদি কোনো দলবিরোধীদের সাথে আড্ডা দেন নি ৷ উনি অসুস্থ একজনের সাথে কথা বলতে গিয়েছিলেন। সেই ভিড়ে কে এসেছে তা তিনি দেখেন নি।”

আরও পড়ুন : অবৈজ্ঞানিক এবং ইতিহাস বিকৃত ক্যালেন্ডার প্রকাশের অভিযোগ খড়্গপুর আইআইটি’র

আরও পড়ুন : পানীয় জলের দাবিতে পথ অবরোধ মেদিনীপুর সদরে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Didir Doot

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.