Home » Job Scam : চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূলের স্থানীয় শিক্ষক নেতা

Job Scam : চাকরি পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূলের স্থানীয় শিক্ষক নেতা

by Biplabi Sabyasachi
0 comments

Job Scam : A local teacher leader of Trinamool was arrested on charges of cheating millions of rupees.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা এলাকার চাঁদড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক। ওই শিক্ষককের নাম বিমল কুমার দোলই। বাড়ি গুড়গুড়িপাল থানার এনায়েতপুরে। ওই শিক্ষক স্থানীয় তৃণমূল নেতা। পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের হয়ে প্রচারে নেমেছিলেন।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

তবে 2011 এর আগে সিপিএম করতেন। রাজ্যে পালাবদলের পর দল পরিবর্তন করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুড়ি বছর ধরে নিজের এলাকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় এইভাবে টাকা নিয়েছে ওই শিক্ষক। অনেকেই বারবার তাঁর বাড়ি ও স্কুলে পর্যন্ত গিয়েছেন টাকা ফেরত চাইতে। তবে এতদিন কেউ থানায় অভিযোগ জানায়নি। কিছুজনকে টাকা ফেরত দিয়েছেন বলেও জানা গিয়েছে।

Job Scam

আরও পড়ুন : কয়েকবছরে অনেকটাই বদলেছে বীরসিংহ! সাড়ে ১১ কোটি টাকার ২০ টি প্রকল্পের শিলান্যাস আগস্ট মাসে

আরও পড়ুন : ব্রিটিশ আমলের বাণিজ্য নগরী খড়ার শহরের রমরমা কাঁসা -পিতল শিল্প এখন বিলুপ্ত

এবার সেই প্রতারণার অভিযোগে বুধবার গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা দিব্যেন্দু শেঠের কাছ থেকে টাকা নিয়েছিল চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। সেই ঘটনায় 2022 সালের সেপ্টেম্বর মাসে কলকাতার শেক্সপিয়র সরণি থানায় একটি অভিযোগ দায়ের করেন দিব্যেন্দু শেঠ। দিব্যেন্দুর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় তাঁর থেকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা নিয়েছেন বিমল দোলই।

কিন্তু চাকরি তো মেলেইনি, টাকাও ফেরত পাননি দিব্যেন্দু। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে বিমলকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। স্থানীয় সূত্রে খবর, এই নিয়ে সংসারে ছেলেদের সঙ্গে অশান্তিও হতো। যার জেরে উনি বাড়িতে থাকেন না। মেদিনীপুর শহরে ভাড়া বাড়িতে থাকতেন।

আরও পড়ুন : কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দুই যুবকের ফাঁসি ও এক মহিলার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের

আরও পড়ুন : আকাশ থেকে পড়া যন্ত্র দেখতে উৎসাহীদের ভিড় চন্দ্রকোনার ক্ষেত্রপালে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Job Scam

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.