Road condition
আরও পড়ুন ঃ–সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্ৰেফতার অভিযুক্ত
দেবব্রত বাগঃ রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ গ্রামবাসীদের। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে থাকছে জল। অস্থির হয়ে পড়েছে এলাকার জনজীবন। বৃষ্টি হলেই যেন সেই পথ দিয়ে চলা দায়। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ধোবাশোল – প্রহরাজপুর গ্রামের রাস্তায়।
দীর্ঘ দশ বছর ধরে রাস্তা মেরামত না হওয়ায় একটু বৃষ্টি হলেই জমতে থাক বৃষ্টির জল। আর তার ফলে অসুবিধায় পড়তে হচ্ছে পথযাত্রী থেকে বাইক যানবাহন আরোহীদের। মোরাম রাস্তার একেবারে কঙ্কালসার অবস্থা। একটি উচ্চ মাধ্যমিক স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, বিডিও অফিস, পঞ্চায়েত অফিস সহ নানা কাজে যাওয়ার রাস্তায় মোরাম রাস্তার উপরে বড় বড় গর্ত। একেবারেই চলাফেরা বিপন্ন হয়ে পড়েছে গ্রামবাসীদের।
জানা গিয়েছে দশ বছরে রাস্তার সংস্কারের দাবি মুখে অনেক পক্ষ থেকে আশ্বাস মিলেছে। গরমকাল কেটে গিয়ে বৃষ্টি চলে এলো এখনো পর্যন্ত রাস্তার উন্নয়নের হেলদোল নেই প্রশাসনের পক্ষ থেকে।স্থানীয়দের দাবি, রাস্তা খারাপের জন্য বিডিও অফিসের বিডিওর দপ্তরের ডেপুটেশন দেওয়া হয়েছে কিন্তু কোনভাবেই সাড়া পাননি থেকে প্রশাসনিক দপ্তরের পক্ষ থেকে। এদিন বৃহস্পতিবার ৮-১০ টি গ্রামের মানুষ একত্রিত হয়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর প্রহরাজপুর এলাকায় রাস্তা অবরোধ করে। রাস্তায় উপর ব্যারিকেট দিয়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। দফায় দফায় চলে বিক্ষোভ।
প্রহরাজ থেকে ধোবাশোল পাঁচ কিমি রাস্তা একেবারে বেহাল অবস্থার রয়েছে। রাস্তার উপর পথ অবরোধ হওয়ায় বহু যানবাহন রাস্তার উপর আটকে পড়ে। সমস্যায় পড়তে হয় বহু সাধারণ মানুষকে। পথ অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছান সাঁকরাইল ব্লকের বিডিও মিঠুন মজুমদার বলেন, ” গ্রামবাসীদের আমি আশ্বাস দিয়েছি ১.০২.২০২২ তারিখ এর মধ্যেপ্রহরাজপুর থেকে ধবাশোল পর্যন্ত রাস্তাটি পাকা রাস্তায় পরিণত করার । গ্রামবাসীরা এই আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেন।” তবে এখন দেখার এই আশ্বাস কতটা কার্যকর হয়।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Road condition
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore