Home » Maoist’s Bandh : মাওবাদী বনধে প্রভাব পড়ল বেলপাহাড়ী ও পাশাপাশি এলাকায়

Maoist’s Bandh : মাওবাদী বনধে প্রভাব পড়ল বেলপাহাড়ী ও পাশাপাশি এলাকায়

by Biplabi Sabyasachi
0 comments

The Maoist’s Bandh affected Belpahari and adjoining areas

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : অসম থেকে গ্রেফতার হওয়া মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্যের প্রতিবাদে ৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্য বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। তবে এদিন মঙ্গলবার জঙ্গলমহলের ঝাড়্গ্রাম শহরে এই বনধের প্রভাব না পড়লেও বেলাপাহাড়ী, বাঁশপাহাড়ী, চাকাডোবা এলাকার এই বনধের প্রভাব দেখা যায়।এমনকি বাঁশপাহাড়ী এলাকার একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কও বন্ধ ছিল বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে। এদিন সরকারি বাস চলাচল করলেও রাস্তায় নামেনি বেসরকারি বাস।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মোটর বাইকের ,মৃত ১

Maoist's Bandh
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বাংলাদেশ সরকারের ওষুধ দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁথি হাসপাতালে! ধরা পড়ল হাতেনাতে

এদিন হঠাৎ করে বনধ কেন? তা নিয়ে স্থানীয় মানুষজনের বক্তব্য, মাওবাদীদের বনধ রয়েছে বলে বিভিন্ন মহল থেকে জানা যায়। আর যার ফলেই এদিন বেলাপাহাড়ীর প্রত্যন্ত এলাকায় বনধের চেহারা দেখা যায়। বেলপাহাড়ি এলাকার রাস্তা একেবারেই শুনশান দেখা যায়। জানা গিয়েছে অসমের চা বাগান থেকে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য কাঞ্চন দাকে গ্রেফতারের প্রতিবাদে ৫ এপ্রিল পশ্চিমবঙ্গ সহ অসম, বিহার, ঝাড়খন্ড রাজ্যে বনধের ডাক দিয়েছিল মাওবাদীরা। আর তার জেরে এদিন গোটা বেলপাহাড়ি এলাকা জুড়ে মাওবাদী বনধের প্রভাব পড়ে।

Maoist’s Bandh

আরও পড়ুন:- মেদিনীপুর গ্রামীণে পুলিশের নাকা চেকিং-এ ট্রাক্টর মালিকদের বিক্ষোভ, বালি খাদানে অভিযান পুলিশের

Maoist's Bandh
নিজস্ব চিত্র

আরও পড়ুন:- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে শুরু হল পটের প্রদর্শনী ও মেলা

উল্লেখ্য এদিকে আবার আগামী ৮ এপ্রিল বাংলা বনধের ডাক দেওয়া মাওবাদী নামাঙ্কিত বেশ কিছু পোষ্টার উদ্ধার হয়। গত রবিবার সকালে ঝাড়গ্রাম জেলার বিনপুর থানার ভান্ডারগেড়িয়া এলাকায় বাংলা বন্ধের ডাক দিয়ে এবং তৃণমূল নেতাদের হুমকি দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের বাংলা বন্ধের ডাক দিয়ে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের পড়িহাটি এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন:- পূর্ব মেদিনীপুরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পোষাক তৈরীর কাজের বরাত ঘিরে দূর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ

Advertisement

আরও পড়ুন:- ঝাড়গ্রাম জেলা ও পুরস্বাস্থ্য কেন্দ্রের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন

ওই পোস্টারে লেখা রয়েছে ক্রিমিনাল দের স্পেশাল হোমগার্ড পদে কেন নিয়োগ করা হয়েছে তার জবাব চাই। দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস নেতারা হুশিয়ার। আগামী ৮ এপ্রিল বাংলা বনধ পালন না করলে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে লেখা রয়েছে। পোস্টার এর শেষে লেখা রয়েছে ‘সিপিআই মাওবাদী’। সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা মাওবাদী নামাঙ্কিত ওই পোস্টারকে ঘিরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন:- ‘ল্যাম্পস’ প্রকল্পে আদিবাসীদের জীবিক‍ার উন্নয়নে গতি আনতে ঝাড়গ্রামে উচ্চ পর্যায়ের বৈঠক মন্ত্রীর

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi

Maoist’s Bandh

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.