পত্রিকা প্রতিনিধি : গত ১৩ অক্টোবর ঝাড়গ্রামের শিলদা হাই স্কুল মাঠে আয়োজিত বিজেপির সভাকে টেক্কা দিয়ে মাঠ ভরালো তৃণমূল l ওই মাঠে আজ সোমবার বিজেপির পাল্টা সভার ডাক দেওয়া হয়েছিল ঝাড়্গ্রাম জেলা তৃণমূলের পক্ষ থেকে lউপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য,তৃনমুলের ঝাড়গ্রাম জেলার মুখপাত্র ডাঃ উমা সরেন ও রাজ্যসভার সাংসদ অর্পিতা ভট্টাচার্য। সভায় বক্তব্য রাখেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সংসদ অর্পিতা ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য l TMC Meeting, TMC Meeting, TMC Meeting, Jhargram Protest meeting by tmc, Debangsu Bhattacharjee, Arpita Bhattacharjee, Jhargram TMC meeting
আরো পড়ুন- মোহনপুরে দলীয় কর্মসূচীতে যাওয়ার পথে তৃণমূল নেতৃত্বকে মারধর
প্রত্যেকেই উত্তরপ্রদেশের দলিত কন্যা মনীষা বাল্মীকিকে ধর্ষণ ও খুনের ঘটনার তীব্র নিন্দা করে বক্তব্য রাখেন l সেইসঙ্গে কেন্দ্রীয় কৃষি নীতির সমালোচনা করেন l ১৩ অক্টোবর বিজেপির সভায় এলাকার মানুষ ভিড় করেছিলেন l যা ছিল তৃণমূলের কাছে চ্যালেঞ্জের বিষয় l আজ সেই মাঠেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে লোক এনে উপচে পড়া ভিড় দেখালো শাসক দল l গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূলের ফলাফল খুব খারাপ হয়েছিল l জঙ্গলমহলের চারটি লোকসভা কেন্দ্রের সবকটিতেই তৃণমূল প্রার্থীরা পরাজিত হয়েছিলেন l তার পর থেকেই আগামী বিধানসভা নির্বাচনের জন্য ঘর গোছাতে শুরু করে শাসক দল l আজকের জনসভা সেই ঘর গোছানোর ছবিটি স্পষ্ট করেছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে l দেবাংশু ভট্টাচার্য, চন্দ্রিমা ভট্টাচার্য, অর্পিতা ঘোষ সহ অন্যান্য বক্তারাও সভায় লোক সমাগম দেখে জঙ্গলমহলে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন l
হাইকোর্টের রায় নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন পুজোর উদ্যোক্তা হিসেবে বলতে পারি, হাইকোর্টের কেসে পুজো গুলোকে পার্টি করেনি। তাই হাইকোর্ট কিছু বলতে পারেন আজাদ জানাবার আমাদেরকে সরকার জানাবে। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেবে। সরকার আমাদের যেরকম জানাবে আমরা সেই মতই কাজ করব।দিলীপ ঘোষের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন। পশ্চিমবঙ্গ এখনো এতটাও অসভ্য হয়ে যায়নি যে কেউ অসুস্থ হলে তার আরোগ্য কামনা করবে না। তাই দিলীপ ঘোষের আরোগ্য কামনা করাই আমাদের বাংলার কালচার।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi