Covid compensation
আরও পড়ুন ঃ–ওভারলোডিং বালির গাড়ির দাপটে রাস্তা বেহাল পশ্চিম মেদিনীপুরে, রাতভর যানজট
পত্রিকা প্রতিনিধি: মৃত করোনা যোদ্ধার (covid warrior) পরিবারকে চাকরি দিতে বিজ্ঞপ্তি পূর্বেই প্রকাশ করেছিল নবান্ন (Nabanna)। সূত্রের খবর, রাজ্য সরকারের গ্রুপ সি (group-C) ও গ্রুপ ডি (group-D) পদে ১৮ বছরের ওপরের প্রার্থীর বয়স হলেই মিলবে এই চাকরি। সঙ্কট আবহে সামনে থেকে লড়াই করে মৃত করোনা (corona) যোদ্ধাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয় পশ্চিমবঙ্গ সরকার। সহমর্মিতার প্রেক্ষিতে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত আগেই নিয়েছে নবান্ন।
বিজ্ঞপ্তিতে প্রকাশ হয় সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত ও পুর- প্রতিষ্ঠান এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের পরিবার এই চাকরির সুযোগ পাবেন জাতীয় স্বাস্থ্য মিশনের আওতাধীন আশা কর্মীরাও এই চাকরি পাবেন।
সম্প্রতি ঝাড়্গ্রাম জেলা স্বাস্থ্য (Jhargram Health Department) দপ্তরের চুক্তিভিত্তিক এক কর্মী করোণা (corona) সংক্রমণে আক্রান্ত হয়ে মারা যান । তিনি কোভিড যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার প্রয়াত কোভিড যোদ্ধা সুকল্যাণ বেরার স্ত্রী পিংকি বেরা কে গ্রুপ ডি স্থায়ী পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন ঝাড়গ্রামের জেলাশাসক (District Magistrate) জয়সী দাশগুপ্ত (Joysee Dasgupta)। এছাড়াওই অনুষ্ঠানে ২০২০-২১ সালে যে ২৬ জন কৃষকের মৃত্যু হয়েছিল তাদের ক্ষতিপূরন দেওয়া হয়। ২৬ জন কৃষকের উত্তরাধিকারী হিসেবে ৬৫ জনকে ৫২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় ।মূল অনুষ্ঠানটি হয় নবান্নে। নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভার্চুয়াল অনুষ্ঠানের সূচনা করেন। তারপর ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়ের সিধু কানু (Sidhu-Kanu)সভাকক্ষে উপভোগ তাদের হাতে চেক তুলে দেন জয়সী দাশগুপ্ত।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Covid compensation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore