2
পত্রিকা প্রতিনিধি: নাবালিকার বিয়ের আসর বসেছিল সেই সময় পুলিশ ও প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে।পুলিশ প্রশাসনের উদ্যোগে এক নাবালিকার বিয়ে রুখল। মঙ্গলবার ঝাড়গ্রাম থানার শালবনী গ্রামে এই কন্যাশ্রীর বিয়ে আসর বসেছিল। জানা গিয়েছে এদিন ওই নাবালিকা শালবনী গ্রামে মামা বাড়িতে থাকত। এদিন পুলিশ ওই নাবালিকার মামা অর্জুন মাহাতর কাছ থেকে মুচলেখা লিখিয়ে নেন ১৮ বছরের আগে ভাগ্নির বিয়ে দেবেন না বলে। ওই নাবালিকা বিকাশ ভারতী হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী।