পত্রিকা প্রতিনিধিঃ ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামে কোথায় রাখা হবে এই নিয়ে গ্রামবাসীদের দু-পক্ষের মধ্যে গণ্ডগোলের জেরে এক মহিলা সহ মত তিন জন আহ হলেন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জামবনি ব্লকের সানগ্রামে। উল্লেখ্য বেলপাহাড়ি, গোপীবল্লভপুর-১ ব্লক সহ বিভিন জায়গাতেই এই অশান্তি ছড়াচ্ছে। গ্রামবাসীরা অভিযোগ করছেন প্রশাসনের পক্ষ থেকে ভিন রাজ্য ও ভিন জেলা থেকে ফেরা শ্রমিকদের রাখার ব্যবস্থা করা হয়নি।
অন্যদিকে এই সব পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের লালারস পরীক্ষার জন্য সংগ্রহ করা হচ্ছে না। তাঁরা চাইছেন তাঁদের নমুনা পরীক্ষা করা হোক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জামবনি ব্লকের সানগ্রামে দুই পরিযায়ী শ্রমিকের থাকা নিয়ে গ্রামে কথা কাটাকাটি থেকে মারামারির ঘটনা ঘটে শুক্রবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামবাসীদের একাংশ চাইছে না ঐ দুই ব্যক্তি গ্রামের স্কুলে থাকুক। আর এই অশান্তির জেরে তারা গ্রামের এক পাশে পুকুরের ধারে তাঁবু খাটিয়ে রয়েছেন। গ্রামে থাকা নিয়ে ঐ পরিযায়ী শ্রমিকদের পরিবারের এক মহিলা সহ তিনজনকে মারধর করা হয় বলে অভিযোগ। গ্রামের একাংশের বক্তব্য এর আগে যারা বাইরে থেকে এসেছিলেন তাঁরা গ্রামের শ্মশানের শেডে ছিলেন। তাই ঐ দুই ব্যক্তিকেও গ্রামের বাইরের দিকে থাকতে হবে। অভিযোগ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে পরিযায়ী শ্রমিকরা কোথায় কিভাবে থাকবেন তার জন্য কোন ব্যবস্থাই করেনি প্রশাসন। আর এর ফলে বিভিন্ন গ্রামে নানা প্রতিরোধ, বাধার সামনে পড়ছেন তাঁরা। এমনকি গ্রামের স্কুলেও তাঁদের থাকতে দেওয়া হচ্ছে না অনেক ক্ষেত্রেই। ফলে এক প্রকার বাধ্য হচ্ছেন তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে তাঁবু খাটিয়ে জঙ্গল লাগোয়া এলাকায় থাকতে। পাশাপাশি অভিযোগ রয়েছে এদের খাবার ব্যবস্থাও করছে না প্রশাসন। এই অবস্থায় বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে পরিযায়ী শ্রমিকদের আলাদা রাখার, খাওয়া দাওয়ার এবং লালারস পরীক্ষার ব্যবস্থা করুক প্রশাসন। যদিও এই বিষয়ে প্রশাসনের আধিকারিকরা কোনও মন্তব্য করতে চান নি। এদিকে জামবনির সানগ্রামের ঘটনায় আহতদের পরিবারের লোকজনরা জামবনি থানায় অভিযোগ দায়ের করেছেন।