পত্রিকা প্রতিনিধি :ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চার তলার ওটি থেকে রুগি পালানোর চেস্টা। যদিও শেষ পর্যন্ত পালাতে পারেনি। কার্নিশে ঝুলন্ত অবস্থায় হাসপাতালের সিকিউরিটি কর্মীরা তাকে প্রাথমিক ভাবে আটকে রাখে। তার পর দমকল এসে দড়ি দিয়ে বেঁধে তাকে উপরে টেনে তোলে।
জামবনী থানার চিল্কিগড় এর বাসিন্দা সুদর্শন দন্ডপাট হাতের সমস্যা নিয়ে মেল সার্জিকেল ওয়ার্ড এ ভর্তী ছিলেন। আজ তার হাতের ওটি হওয়ার কথা।
সকালে তাকে ওটি রুমে ঢোকানো হলে আতঙ্কিত হয়ে পড়ে। এরপরে সুযোগ পেয়েই ওটির জানলা দিয়ে কার্নিশে চড়ে বসে তার পর পাইপ বেয়ে নামতে থাকে। কিছুটা নামার পর আটকে যায়। সেখানেই হাসপাতালের নিরাপত্তাকর্মীরা অাটকায়। তারপর দমকল এর কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ওপরে তোলে। হাসপাতাল চত্ত্বরে ঘটনার জেরে অাতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের সুপার ঘটনা কথা স্বীকার করে নেন।
100
previous post