পত্রিকা প্রতিনিধি : অন্যান্য জেলায় যেভাবে দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেই জায়গায় ঝাড়গ্রাম জেলা এতো দিন করোনা শূন্য ছিল। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা মিলতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্ৰাম বাসীর মধ্যে। ঝাড়গ্রাম জেলায় আবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বুলেটিন প্রকাশ করা হয়। তাতে ঝাড়গ্ৰামে নতুন করে ২ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। যদিও ঝাড়গ্ৰাম জেলায় করোনা আক্রান্তের সংখ্যা শূন্য ছিল। নতুন করে ২ জনের করোনা ধরা পড়তে আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরে। প্রশাসন সূত্রে জানা গেছে, একজনের বাড়ি পুরাতন ঝাড়গ্রাম অপরজনের বাড়ি ঝাড়গ্ৰাম শহরের নতুনডিহিতে। একজন অস্থায়ী ফ্রেকটারির কর্মচারী। অপরজন পুরাতন ঝাড়গ্রামের মিস্টি দোকানদার। রীতিমতো অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে করোনা আক্রান্তের হদিস মিলতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রাম শহরে। আবার ২৪ ঘন্টা কাটতে না কাটতে ঝাড়গ্রামে আরো ২ জনের করোনা। রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বুলেটিন প্রকাশ করা হয়। মোট ঝাড়গ্রাম জেলায় কারণ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ জন। প্রশাসনিক সূত্রে জানা গেছে নতুন দুই করোনা আক্রান্তের বাড়ি ঝাড়গ্ৰাম শহরে। নতুন করে ঝাড়গ্ৰাম জেলায় আরো ৪ করোনা। সোমবার রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে বুলেটিন প্রকাশ করা হয়। সেই বুলেটিনে নতুন করোনা আক্রান্তের সংখ্যা আরো ৪ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮।
0