বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : একজন দুজন নয়, একই গ্রামে জন্ডিসে আক্রান্ত ১২ জনের বেশি। যদিও স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে সংখ্যাটা অনেকটাই কম। স্থানীয়রা জানাচ্ছেন, স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে চিকিৎসার জন্য না গিয়ে বিভিন্ন ওঝা বা গুনিনের কাছে নিয়ে গিয়ে কপাল কেটে জন্ডিস ভালো করার প্রবণতায় বেশি দেখা দিয়েছে ওই এলাকায়। যে কারণে প্রকৃত জন্ডিস আক্রান্ত কতজন তার কোন সঠিক পরিসংখ্যান নেই স্বাস্থ্য দপ্তরে। খবর পেয়ে ওই গ্রামে গিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

আরও পড়ুন : ফের বাঁদরের আক্রমণ শালবনীতে, আহত ৩০, আতঙ্কে গৃহবন্দী মানুষজন
ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শালবনি ব্লকের লালগেড়িয়া গ্রাম পঞ্চায়েতের বারোমেস্যা গ্রামে। বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় একের পর এক জন্ডিসে আক্রান্ত হচ্ছেন। দূষিত পানীয় জলের কারণেই এই দুর্ভোগ বলে মনে করছেন বাসিন্দারা। জন্ডিস আক্রান্তের খবর পেয়েই প্রথমে ওই এলাকায় যায় গ্রাম সম্পদ কর্মীরা। এলাকায় খোঁজখবর নিতে গিয়ে দেখা গিয়েছে, ১৫ জন জন্ডিস আক্রান্ত। তাদের মধ্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে গিয়েছেন একজন।
বাকিরা কপাল কেটেই জন্ডিস সারানোর চিকিৎসা শুরু করেছেন। বিষয়টি ব্লক স্বাস্থ্য দপ্তরে জানাই গ্রাম সম্পদ কর্মীরা। ওই কর্মীরা বিভিন্ন জায়গায় ব্লিচিং ছড়িয়েছেন। এক কর্মী বলেন, “গ্রামের মানুষের মধ্যে সচেতনতার অভাব।

সরকারি স্বাস্থ্য কেন্দ্র না গিয়ে, যাদের জন্ডিস হচ্ছে কপাল কাটতে ওঝা বা গুনিনের কাছে ছুটছে। বোঝাতে গেলে আমাদের সঙ্গে ঝগড়া লেগে যাচ্ছে।” একই গ্রামে এত জনের জন্ডিস আক্রান্তের ঘটনায় রবিবার বিকেলে যান ব্লক স্বাস্থ্য আধিকারিক।

জল সংগ্রহ করেছে পরীক্ষার জন্য পিএইচই দপ্তর। সোমবার মেডিকেল টিম ওই এলাকায় যাবে বলেও জানা গিয়েছে। মেডিকেল টিম দিয়ে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সচেতনতার বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী। তিনি বলেন, “১২ জনের রক্ত পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এলেই জানা যাবে। মেডিকেল টিম যাচ্ছে ওই এলাকায়।”
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Jaundice outbreak
Biplabi Sabyasachi Largest Bengali Newspape