Jaba is the actress of a TV serial in Midnapore town in the campaign of Trinamool candidates
ওয়েব ডেস্ক , বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর পৌর নির্বাচনের প্রচারে হাজির টিভি সিরিয়ালের অভিনেত্রী জবা।সঙ্গে আরেক অভিনেত্রী তথা বিধায়ক জুন। শুক্রবার বিকেলে মেদিনীপুর শহরের একাধিক ওয়ার্ডে জেলার পৌর নির্বাচনী কো-অডিনেটর মানস রঞ্জন ভূঁইয়া ও অজিত মাইতিও উপস্থিত ছিলেন। ধর্মা থেকে মিছিল শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা। হুডখোলা গাড়িতে নেতৃত্বরা সঙ্গে নিয়েছিলেন টিভি সিরিয়ালের অভিনেত্রী জবাকে।
আরও পড়ুন:- শালবনীতে হাতির হানায় জখম, গোয়ালতোড়, গড়বেতায় নষ্ট ফসল
আরও পড়ুন:- মেদিনীপুর সদরে সিপিএম পার্টি অফিসে চলল অষ্টমপ্রহরের মোচ্ছব, আমন্ত্রিত তৃণমূল নেতারাও
আরও পড়ুন:- নতুনদের নিয়োগের দাবিতে হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের
পৌর এলাকার ৯, ১০, ১১, ১৭, ১৮ নম্বর ওয়ার্ড পরিক্রমা করে এই মিছিল। কোথাও কোথাও তৃণমূল প্রার্থীদের নিয়ে মহা মিছিলের সামনে থেকে পরিচয় করান নেতৃত্বে থাকা তৃণমূলের নেতারা। মানস ভুঁইয়া বলেন, “ঐতিহাসিক দেড়শো বছরের পুরনো মেদিনীপুর পৌরসভা পুণরায় তৃণমূলের হাতেই আসবে। মানুষের সমর্থন এই মিছিল থেকে অনুভব করা যাচ্ছে। এই পদযাত্রা থেকে শহরের মানুষ সহজেই অনুমান করে নিয়েছেন নির্বাচনী ফলাফল কোন দিকে যেতে পারে।”
Trinamool Campaign
আরও পড়ুন:- দলে ‘অপছন্দের’ সুশান্ত ঘোষ হলেন সিপিএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক
আরও পড়ুন:- সরকারি শিক্ষাক্ষেত্র বেসরকারী হাতে! বিক্ষোভ মেদিনীপুরে
বিধায়ক জুন মালিয়া বলেন, “বিধানসভা নির্বাচনের সময় আমার মিছিল যেরকম সাড়া পেয়েছিল একই রকম অনুভূতি এবারও রয়েছে। মানুষ আশীর্বাদ করছেন এবারও। ফলাফল ইতিবাচক হচ্ছেই।” অন্যদিকে প্রচারে বাধা এবং ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে জেলা শাসক দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি। শুক্রবার দুপুরে মেদিনীপুর পুরসভার প্রার্থীদের নিয়ে বিক্ষোভে শামিল হন বিজেপি নেতা শংকর গুছাইত।
আরও পড়ুন:- দু’বছর পর আবার প্রাণবন্ত হয়ে উঠল বিদ্যালয় প্রাঙ্গণ
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Trinamool Campaign
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore