আরও পড়ুন ঃ–খেজুরীতে বোমা তৈরির মশলা উদ্ধার , তদন্তে পুলিশ
পত্রিকা প্রতিনিধিঃ দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলায় ভয়াবহ হয়ে উঠছে করোনা সংকট। তবে লকডাউন উঠে জেতে অনেকেই ভেবেছিলেন করোনা সংকটের মেঘ বোধহয় কেটে গিয়েছে। কিন্তু ফের নতুন করে সংক্রমণের হার বাড়ছে। এখন রোজই বেশ কয়েকজন করে সংক্রমিতের খোঁজ মিলছে। পরিবর্তিত পরিস্থিতিতে ফের করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে জেলায় জেলায়। তবে জেলার করোনা পরিস্থিতি ধীরে ধীরে ভয়াবহ হতে চলেছে। এই মূহুর্তে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৭ জন মানুষ বলে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দফতর সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। গত ৬ ই এপ্রিল পযর্ন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের করোনা বুলেটিন অনুযায়ী ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২৭ জন , পূর্ব মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৪৭ জন ও ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৩ জন মানুষ। তাই দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা পুলিশ ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জেলার সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।
সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার জন্য সামাজিক দূরত্ব মেনে চলা ও মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানানো হয়েছে। যেভাবে করোনা সংক্রমণে আক্রান্ত এর সংখ্যা বেড়েই চলছে তাতে দুই মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলা ক্রমশ করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সন্ধান ক্রমশ বেড়েই চলছে। তাই দুই মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে শহর ও শহরতলির ঘন জনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকায় জরুরি ভিত্তিতে করোনা পরীক্ষার শিবির করার চিন্তাভাবনা শুরু হয়েছে। পাশাপাশি, প্রতিষেধক প্রদান কর্মসূচিতেও জোর দেওয়া হচ্ছে।
পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল বলেন, ‘‘করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হচ্ছে।’’ জেলার এক অতিরিক্ত জেলাশাসক জানান, সংক্রমণ কমে যাওয়ায় করোনা পরীক্ষাও কমে গিয়েছিল। এখন সংক্রমণ বাড়তে থাকায় আবার পরীক্ষার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। ফের আগের মতো বিভিন্ন এলাকায় শিবির করেই নমুনা সংগ্রহ করা হবে। সেই পরিকল্পনা চলছে।