Home » Income Tax Raid : মেদিনীপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা

Income Tax Raid : মেদিনীপুরে ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : মেদিনীপুর শহরে এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। বৃহস্পতিবার সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নীল বাতির কনভয় সহযোগে অতর্কিত প্রবেশ ওই ব্যবসায়ীর বাড়িতে। সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত একই রকম অভিযান অব্যাহত। পরিবারের লোকজনকে ভেতরে নজরবন্দী রেখে সকলের ফোন নিয়ে নেওয়া হয়েছে। আগামী তিনদিন ধরে এই অভিযান চলবে বলে জানা গিয়েছে। ওই ব্যবসায়ীর বাড়ির প্রধান ফটক বন্ধ করে ভেতরে প্রহরাতে রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group 1: Click Here

For WhatsApp Group 2: Click Here

Income Tax Raid
নিজস্ব চিত্র

এই অভিযান মেদিনীপুর শহরের সদরঘাট তথা মোহনপুর ব্রিজ সংলগ্ন এলাকার ব্যবসায়ী রাম বসুর বাড়িতে। মেদিনীপুর শহরের নামকরা ব্যবসায়ী চন্দন বসুর দাদা রাম বসু। “খড়্গপুর মেটালিকস” কারখানার মালিক তিনি। রাজ্যের বিভিন্ন জায়গায় এই মেটালিকস কারখানার অফিস রয়েছে। যার প্রধান অফিস রয়েছে হাওড়া ও মেদিনীপুরে। মেটালিকসের ব্যবসায়ী রাম বসু রেলওয়ের বিভিন্ন সামগ্রী পর্যন্ত তৈরি করেন। নামি এই ব্যবসায়ীর রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা অফিস ও কারখানাতে একসাথে এই অভিযান শুরু করেছে আয়কর বিভাগ।

আরও পড়ুন : ফুটপাত দখলমুক্ত করতে নামলো পুলিশ ও পৌরসভা

আরও পড়ুন : বনদপ্তরের অনুমতি ছাড়াই মহিলা কলেজে গাছ কেটে পরিবহনের অভিযোগ

এদিন সকালে মেদিনীপুর শহরের স্থানীয় বাসিন্দারা বুঝতে পারেন বহু গাড়ি প্রবেশ করেছে বসু পরিবারের বাড়িতে। তখন থেকেই চাঞ্চল্য শুরু হয়। চন্দন বসুর বাড়ির চত্বরে থাকা রাম বসুর বাড়িতে প্রবেশ করে বিশাল সেই বাহিনী। ভেতরে ঢুকেই অভিযান শুরু করে। কাউকে কিছু বুঝতে না দিয়েই অতর্কিত এই অভিযান হয়। তবে পরিবারের বেশিরভাগ লোকেরাই এই বাড়ির মধ্যে আবদ্ধ রয়েছেন আধিকারিকদের নজরদারিতে। বাড়ির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার সমস্ত রাস্তার ফটক বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে গিয়েছে সকাল থেকেই। বাইরের কারো সাথে কোন ভাবে ফোন ও ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে।

বসু পরিবার সূত্রে জানা গিয়েছে, রাম বসু-র রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা কারখানা ও অফিসগুলিতে একসাথে অভিযান শুরু করেছে আয়কর দপ্তরের বিভিন্ন টিম। সেই সমস্ত টিমের প্রধান তদন্তকারী অফিস করা হয়েছে মেদিনীপুরের চন্দন বসুর বাড়ির তদন্তস্থলে। আগামী তিনদিন ধরে এই তদন্ত চলবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। রাম বসু এই বসু পরিবারের বড় দাদা। মেজ ভাই লক্ষণ বোস, তিনি হাওড়াতে থাকেন। অভিযান শুরু হয়েছে তার বাড়িতেও। সেই সাথে ছোট ভাই চন্দন বসু যিনি রাম বসুর সঙ্গেই একসঙ্গে একটি বৃহৎ বাড়ির চত্বরে থাকেন। ফলে চন্দন ও রাম বসু দুই পক্ষের পরিবারকে নজরবন্দিতে রেখে এই তদন্ত শুরু করেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। সম্পূর্ণ ব্যবসায়িক বিষয়ে এই তদন্ত বলে জানা গিয়েছে।

আরও পড়ুন : ইসরোর দরবারে পিংলার সৌম্যদীপ! ভবিষ্যতে স্বপ্ন গবেষণার

আরও পড়ুন : পুরোনো মামলায় বিজেপির একাধিক নেতা কর্মীর বাড়িতে অভিযান পুলিশের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Income Tax Raid

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.