Chandrakona Rural Hospital : ঝড় জলে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। বন্ধ জেনারেটরও। রাত থেকে সকাল পর্যন্ত অন্ধকারে ডুবে গোটা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল।মোবাইলের টর্চ বা মোমবাতি জ্বালিয়ে জরুরি বিভাগে কাজ করছেন নার্সরা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ঝড় জলে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। বন্ধ জেনারেটরও। রাত থেকে সকাল পর্যন্ত অন্ধকারে ডুবে গোটা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল।মোবাইলের টর্চ বা মোমবাতি জ্বালিয়ে জরুরি বিভাগে কাজ করছেন নার্সরা। বিদ্যুতের অভাবে হাসপাতালের ভিতরে দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা।
আরও পড়ুন : জন্মাষ্টমীর পুণ্য তিথিতে খুঁটি পুজো মেদিনীপুর আদি কর্ণেলগোলা ও বিধাননগর দুর্গোৎসব সমিতির
রোগী নিয়ে বাইরের ট্যাপের জল ব্যবহার করতে যেতে হচ্ছে রোগীর পরিজনদের।গতকাল রাত আজ সকাল পর্যন্ত এখনও বিদ্যুৎ না আসায় চরম ভোগান্তি ও ঝুঁকি নিয়ে কাজ চলছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।ঘটনায় ক্ষুব্ধ রোগী, রোগীর পরিজন থেকে শুরু করে চিকিৎসক ও নার্সরা। বিদ্যুৎ বিভ্রাটে এমনই বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে গুড়গুড়িপালের রাস্তায় দাঁতাল, খাবারের খোঁজে উঁকি বাড়িতে
আরও পড়ুন : বিশ্বের ৫ টি দেশে পাড়ি দিচ্ছে মেদিনীপুরের সাংস্কৃতিক সংস্থা ‘তালম’, পুরসভায় সংবর্ধিত শিল্পীরা
জানা যায়,গতকাল শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয়। কিন্তু সন্ধ্যার পর থেকে শুরু হয় তুমুল ঝড়ো হাওয়া আর যার জেরে ঘটে বিপত্তি।চন্দ্রকোনা শহরের অধিকাংশ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন তার সাথেই গতকাল রাত সাড়ে ন’টার পর থেকেই থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে। হাসপাতালে থাকা ইনভার্টার সাময়িক চললেও তাও কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন : পশ্চিম মেদিনীপুরে প্রকাশ্যে বালি পাচারের অভিযোগ তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে
Chandrakona Rural Hospital
আরও পড়ুন : পঞ্চায়েতের আগে মেদিনীপুরে জেলা শাসক অভিযান সিপিএমের, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি
জেনারেটর পরিষেবার জন্য হাসপাতালে জেনারেটর থাকলেও তা বন্ধ। কারণ টেন্ডার নেওয়া সংস্থা হাসপাতালে থেকে মোটা অঙ্কের বিল না পেয়ে পরিষেবা আগেই বন্ধ করে দিয়েছে।সাময়িক হাসপাতালের অপারেশন থিয়েটারে পরিষেবা সচল রাখার জন্য একটি অস্থায়ী জেনারেটর থাকলেও তা বন্ধ হয়ে পড়ে।ফলে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত এখনও বিদ্যুৎ না আসায় চরম সমস্যায় পড়েছে রোগী থেকে রোগীর পরিজন এমনকি ভোগান্তির কথা স্বীকার করছেন হাসপাতালের নার্স থেকে চিকিৎসকরাও।
হাসপাতালে ভর্তি রোগীর পরিজনদের দাবি,গতকাল রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা হাসপাতাল। ওয়ার্ডে রোগী নিয়ে অন্ধকারে কাটাতে হয়েছে এমনকি বেডে অসুস্থ শিশু অন্ধকারে বেড থেকেও পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় রাত ওয়ার্ডে বা হাসপাতালের ভিতরে পানীয় জল সরবরাহ বন্ধ। যার জেরে রোগীকে বেডে একা রেখে আবার রোগীকে সাথে নিয়েই পানীয় জলের জন্য বাইরে যেতে হচ্ছে।
আরও পড়ুন : পঞ্চায়েতের আগে মেদিনীপুরে জেলা শাসক অভিযান সিপিএমের, পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি
এছাড়াও হাসপাতালের একাধিক পরিষেবা নিয়েও নানান অভিযোগ রোগীর পরিজনদের।অনেকের দাবি,হাসপাতালে মিলছেনা স্যালাইন। আজ সকালে তেমনই একজন কেমো নেওয়া রোগীর সমস্যা দেখা দেওয়ায় তাকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে স্যালাইনের অভাবে অন্যত্র নিয়ে চলে যেতে দেখা গেলে।
আরও পড়ুন : দাঁতনকে পর্যটনস্থল হিসেবে গড়ে তুলতে উদ্যোগী জেলা প্রশাসন
রাত থেকে এদিন সকাল পর্যন্ত অন্ধকারে ডুবে গোটা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল আর এতেই একপ্রকার চিকিৎসা পরিষেবা পেতে চরম সমস্যায় পড়তে হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদের।ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রোগীর পরিজন থেকে চিকিৎসক এবং নার্সরা।হাসপাতালে অবিলম্বে স্থায়ী জেনারেটর পরিষেবা পুনরায় চালু হোক দাবি সকলের।
আরও পড়ুন : মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পেলেন ১০ জন বন্দি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Chandrakona Rural Hospital
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper