Salboni : রাতের অন্ধকারে জঙ্গলে শাল গাছ কাটতে এসে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালো দুষ্কৃতিরা। ফেলে গেল তাদের মোবাইল। উদ্ধার করে তদন্ত শুরু করেছে বন দফতর। ঘটনাটি সোমবার রাতে শালবনীর নোনাশোল এলাকায়। জানা গিয়েছে, মৌপাল বীটের নোনাশোল এলাকার ক্যানেল পাড়ে রয়েছে মূল্যবান শাল গাছ।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাতের অন্ধকারে জঙ্গলে শাল গাছ কাটতে এসে গ্রামবাসীদের তাড়া খেয়ে পালালো দুষ্কৃতিরা। ফেলে গেল তাদের মোবাইল। উদ্ধার করে তদন্ত শুরু করেছে বন দফতর। ঘটনাটি সোমবার রাতে শালবনীর নোনাশোল এলাকায়। জানা গিয়েছে, মৌপাল বীটের নোনাশোল এলাকার ক্যানেল পাড়ে রয়েছে মূল্যবান শাল গাছ।
আরও পড়ুন : মদ্যপানের টাকা না পেয়ে স্ত্রী’র মাথা ফাটাল স্বামী, গ্রেফতার করল গুড়গুড়িপাল থানার পুলিশ
ওই গাছগুলি কেটে পাচার করার চেষ্টা করেছিল। কেটেও ফেলেছিল পনেরোটি গাছ। কিন্তু গ্রামবাসীদের তৎপরতায় পাচার সফল হয় নি। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় রাত বারোটা নাগাদ ওই পথ দিয়ে এক গ্রামবাসী সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তার ওপর গাছ পড়ে থাকতে দেখে প্রথমে হাতি ভেবে থমকে যান। পরে দূর থেকে লক্ষ্য করেন কয়েকজন মানুষ গাছ কাটছেন।
Salboni
সঙ্গে সঙ্গে গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীদের আসতে দেখে জঙ্গলের গভীরে দৌড়ে পালিয়ে যায় দুস্কৃতিরা। ফেলে যায় মোবাইল। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন জঙ্গল থেকে গাছ কেটে পাচারের ঘটনা ঘটেছে। গ্রেফতারও হয়েছে কয়েকজন। মাঝে কয়েকমাস বন্ধ থাকলেও ফের গাছ কেটে পাচারের চেষ্টা।
মঙ্গলবার সকালে স্থানীয়রা বন দফতরে জানালে বনকর্মীরা কেটে ফেলা গাছ ও মোবাইলটি উদ্ধার করেন। গ্রামবাসীদের ভূমিকার প্রশংসা করেছে বন দফতর। মেদিনীপুর বনবিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “গাছ এবং মোবাইলটি উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।” সূত্রের খবর ওই মোবাইল ফোন ধরেই গাছ পাচার চক্রের হদিস খুঁজছে বন দফতর।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Salboni
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper