Home » Dengue : পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের হদিশ চন্দ্রকোনায়, তড়িঘড়ি ব্যবস্থা পুরসভার

Dengue : পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গি আক্রান্তের হদিশ চন্দ্রকোনায়, তড়িঘড়ি ব্যবস্থা পুরসভার

by Biplabi Sabyasachi
0 comments

Dengue : ডেঙ্গু আক্রান্তের হদিশ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভা এলাকায়। ১১ বছরের এক স্কুল ছাত্রের ডেঙ্গু আক্রান্তের খবর মিলতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে বাড়িতেই রয়েছে ওই স্কুল ছাত্র। কিন্তু পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্তের হদিশ মেলায় পুরসভার নিকাশি ও সাফাই বিভাগের কাজ নিয়ে সরব পৌরবাসী থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : https://chat.whatsapp.com/DaQgpKDDIIH7nyDIMgrMFP


ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ডেঙ্গু আক্রান্তের হদিশ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভা এলাকায়। ১১ বছরের এক স্কুল ছাত্রের ডেঙ্গু আক্রান্তের খবর মিলতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্তমানে বাড়িতেই রয়েছে ওই স্কুল ছাত্র। কিন্তু পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্তের হদিশ মেলায় পুরসভার নিকাশি ও সাফাই বিভাগের কাজ নিয়ে সরব পৌরবাসী থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : পুলিশকে মারধরে ধিক্কার মিছিল তৃণমূলের, পুলিশি অত্যাচারের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মেদিনীপুর সদরে

ডেঙ্গু মোকাবিলায় সর্বদা সজাগ ও তৎপর রয়েছেন কর্মীরা,পাল্টা দাবি পৌরসভার।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড রঘুনাথপুরে ১১ বছরের এক স্কুল ছাত্র জ্বর নিয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা হয় ,তাতে রিপোর্ট পজিটিভ আসে । ১৩ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে বাড়ি ফিরে ওই ছাত্র। খবর পেয়ে পরদিন ১৪ সেপ্টেম্বর সকালে ওই ছাত্রের বাড়িতে পৌঁছায় চন্দ্রকোনা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর সহ কর্মীরা।

আরও পড়ুন : চালকের ভুলে মেদিনীপুর বাসস্ট্যান্ডে সরকারি বাসের চাকায় পিষ্ট বাবা ও ছেলে, হাসপাতালে মৃত্যু ছেলের

নিজস্ব চিত্র

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ওই ছাত্র সুস্থ থাকলেও তাকে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন পৌরসভার স্বাস্থ্য দফতর, এমনটাই জানান পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর সহ পৌরসভার চেয়ারম্যান।ওই ছাত্রে ডেঙ্গু আক্রান্তের কারণ অনুসন্ধান চালাচ্ছে পৌরসভার স্বাস্থ্য দফতরের প্রতিনিধি দল এমটাই পৌরসভার তরফে জানানো হয়। ছাত্রের ডেঙ্গু আক্রান্তের খবর সামনে আসতেই উৎকন্ঠা ছড়িয়েছে পৌর এলাকায়।

Dengue

আরও পড়ুন : চা কেটলি নিয়ে কর্মসংস্থানের পথ দেখানোর পাশাপাশি টাটাদের সঙ্গে খানিকটা দূরত্ব কমালেন মুখ্যমন্ত্রী

আর এতে চন্দ্রকোনা পৌরসভার নিকাশি ব্যবস্থা ও সাফাই বিভাগের কাজ নিয়েই প্রশ্ন তুলেছে পৌরবাসীরা।যেখানে ডেঙ্গুর বাড়বাড়ন্ত ঠেকাতে নোংরা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জল জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সরকারের তরফে, সেখানে চন্দ্রকোনা পৌরসভার ১২ টি ওয়ার্ডের মধ্যে অনেক ওয়ার্ডে পৌরসভার নিকাশি নালায় জমে নোংরা জল তা নিকাশের কোনও পথ নেই আর তাতে মশার উপদ্রব বাড়ছে বলে দাবি ওয়ার্ডবাসীর।

আরও পড়ুন : পিড়াকাটায় ফুটবল খেলার সময় মাঠে নেমে পড়ল দলমার দাঁতাল, তারপর যা হল

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর জেলা সফরের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি নির্বাচন, পশ্চিমে ভাইরাল অডিও ভিডিও আলোচনা

এমনকি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জমে থাকে আবর্জনার স্তূপ তা নিয়মিত পরিষ্কার হয়না বলে অভিযোগ। এ মনিতেই বর্ষার মরসুম তার উপর নিকাশি নালায় জল জমে থাকলে বা যত্রতত্র নোংরা আবর্জনা স্তূপাকারে জমে থাকলে তা থেকে মশার উপদ্রব বাড়বে এমনকি ডেঙ্গু মশার উৎপত্তি ঘটবে বলে দাবি পৌরবাসীর। একদিকে পুর এলাকায় ডেঙ্গু আক্রান্তের হদিশ তার উপর নিয়মিত নিকাশি নালা পরিষ্কার ও সাফাইয়ের কাজ না হওয়ার অভিযোগে একযোগে চন্দ্রকোনা পৌরসভার বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম ও বিজেপি।

তাদের অভিযোগ,তাদের তরফে এর আগে একাধিক জানানো হলেও কোনও কান দেওয়া হয়নি তাই যা হবার হচ্ছে।ডেঙ্গু আক্রান্তের হদিশ মেলায় চন্দ্রকোনা পৌরসভার সাফাই বিভাগকেই দায়ী করছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা।বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।তৃণমূলের দাবি,পৌরসভার কোনও ব্যর্থতা নেই,ভালোই কাজ করছে পৌরসভার সাফাই বিভাগ।ডেঙ্গু আক্রান্ত হয়ে থাকলে তার মোকাবিলাও ভালো ভাবেই করবে পৌরসভা।

আরও পড়ুন : মেদিনীপুর সদরে ৮০টি হাতির পাল, বাড়ি ভাঙায় আতঙ্ক, পাহারায় বনকর্মীরা

আরও পড়ুন : তৃণমূলের মিছিল থেকেই তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়িতে বোমা মারার অভিযোগে শোরগোল দাঁতনে

আর বিরোধীরা শুধু খুঁজে বেড়ায় কোথায় কি হচ্ছে। যদিও এবিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান,”পৌরসভার স্বাস্থ্য দপ্তরের টিম প্রতিদিন ওই আক্রান্ত ছাত্রের খোঁজ রাখছে এবং প্রতিদিন ওর বাড়িতেও যাচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় পৌরসভা তৎপর, এনিয়ে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্য কর্মী থেকে ভেক্টর টিম বাড়ি বাড়ি যাচ্ছে সচেতনও করা হয়েছে।আর নিকাশি বা সাফাই নিয়ে কোথও কোনও অভিযোগ থাকলে তা দেখে নেওয়া হবে।”

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Dengue

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.