Home » মেদিনীপুর শহরে যানজট এড়াতে সক্রিয় পুলিশ, সরিয়ে দিল রাস্তার দুপাশের গাড়ি

মেদিনীপুর শহরে যানজট এড়াতে সক্রিয় পুলিশ, সরিয়ে দিল রাস্তার দুপাশের গাড়ি

by Biplabi Sabyasachi
0 comments

Active Police

পত্রিকা প্রতিনিধি: মেদিনীপুর (Midnapore) শহরের ব্যস্ততম রাস্তাগুলির পাশে সাইকেল, মোটর সাইকেল রাখায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে। শহরে সে ধরণের কোনও সাইকেল স্ট্যান্ড না থাকায় মানুষ রাস্তার পাশে বাইক রাখছেন সন্ধ্যার পর অনেকেই রাস্তার ওপর বাইক রেখে চায়ের দোকানে আড্ডা দেন এর ফলে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ব্যাপক যানজট হচ্ছে। সোমবার সন্ধ্যায় কোতোয়ালি (Kotowali) থানার পুলিশ পঞ্চুরচক (Panchurchak)- কলেজ রোড (College Road) রাস্তায় অভিযান চালিয়ে রাস্তার পাশে থাকা গাড়িগুলি সরিয়ে দিল।সেইসঙ্গে গাড়ির মালিকদের দেওয়া হল কড়া সতর্কবার্তা ।নিমেষেই যানজট মুক্ত হল শহরের ব্যস্ততম কলেজ মোড় ও রাস্তা ।শহরের অন্যান্য রাস্তার সঙ্গে এল আইসিসি চক (LIC Chak) থেকে গোলকুঁয়ার চক (Golkunya Chak) পর্যন্ত যাওয়ার ওই কলেজ রোড রাস্তা নিঃসন্দেহে ব্যস্ততম ।ওই রাস্তা দিয়েই জেলা পুলিশ আধিকারিকেরা কোতোয়ালি থানায় যাতায়াত করেন । সামনে মেদিনীপুর কলেজ (Midnapore College), কলেজিয়েট স্কুল (Collegiate School) । ওই রাস্তা পেরিয়ে গোলকুঁয়ারচক দিয়েই ধর্মা (Dharma) যাওয়া যায়।

আরও পড়ুন:- হাতি দেখতে গিয়ে পশ্চিম মেদিনীপুরের পিড়াকাটায় হাতির হানায় জখম এক যুবক

নিজস্ব চিত্র

একপাশে মনীষীদের মূর্তি বসিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে । রাস্তার অপরদিকে অসংখ্য খাবারের স্টল রয়েছে। স্টলগুলোর সামনে রাস্তার ওপর যানবাহন রেখে চলে আড্ডা, গল্পগুজব। ফলে যানজট সৃষ্টি হয়। ফলে যানজটমুক্ত করতে কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে গাড়ির মালিকদের সতর্ক করল। সরিয়ে দেওয়া হয় বাইকগুলি ।পুলিশের এই উদ্যোগে খুশি শহরবাসী ।শহরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে প্রায়শই যানবাহন রাখা হচ্ছে। বিশেষ করে কালেক্টরেটের পাশে স্টেট ব্যাঙ্কের সামনে এবং পঞ্চুরচকে। কলেজ রোডেও সন্ধ্যার পর যানবাহন রাখা হচ্ছে। শহরের শপিং মলগুলির সামনে, স্কুলবাজার রোডেও যানজটের কারণে রাস্তা দিয়ে যাওয়া দুঃসহ ব্যাপার ।

আরও পড়ুন:- ‘বজ্ররোধী ছাতা’-র মডেল তৈরী করে রাজ্য শিশু বিজ্ঞান কংগ্রেসে সাফল্য পূর্ব মেদিনীপুরের শ্রেয়কের

এই সময় গুরুত্বপূর্ণ রাস্তাগুলির পাশেই যানবাহন রেখে সাধারণ মানুষ অফিস ব্যাংক যাচ্ছেন। শপিং মল ও দোকানে কেনাকাটা করছেন রাস্তার পাশে যানবাহন রেখে। বিকেলের পর রাস্তার পাশে যানবাহন রেখে চলে চায়ের দোকানে কিংবা খাবার দোকানে বসে আড্ডা। এর ফলে ব্যাপক যানজটের সম্মুখীন হচ্ছেন শহরবাসী। এ নিয়ে শহরবাসীর তীব্র ক্ষোভও রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় শেখাচ্ছেন করারও দাবি উঠেছে। তবে যানজটমুক্ত করতে কোতোয়ালি থানার পুলিশের এই অভিযানে খুশি শহরবাসী।

আরও পড়ুন:- দিদি চাইলেও পর্ষদ বঞ্চনা করছে, অভিযোগ পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের

আরও পড়ুন:- Google অ্যাপের ফ্রি কোচিং পরীক্ষায় নজরকাড়া সাফল্য মহিষাদলের শৌভিকের

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Active Police

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.