IIT Kharagpur
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন: ক্যাম্পাসে ফিরতেই প্রায় ৩১ জন আইআইটি পড়ুয়া করোনায় আক্রান্ত ।উল্লেখ্য, খড়গপুর আইআইটি সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল গত ১৮ ডিসেম্বর। অনুষ্ঠানে এসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফিরিয়ে আনা হবে ক্যাম্পাসে আইআইটি পড়ুয়াদের ।
আরও পড়ুন:- লকডাউন ঘোষণা হতেই দীঘা থেকে বাড়িমুখী হচ্ছেন পর্যটকেরা , মাইকিং প্রশাসনের
আরও পড়ুন:- মেদিনীপুর আদালতের মালখানার ভিতরে বিষধর সাপ, উদ্ধার করলেন সর্পবন্ধু দেবরাজ
গত ২৭ ডিসেম্বর প্রায় দুই হাজার পড়ুয়াকে ফিরিয়ে নিয়ে আসা হয়। ফিরে আসার চারদিনের মাথায় আইআইটি খড়গপুরে প্রায় ৩১ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলেন , স্বাস্থ্য দপ্তর সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে। আতঙ্ক ছড়িয়েছে গোটা আইআইটি জুড়ে । এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আইআইটি কতৃপক্ষর ।
আরও পড়ুন:- রোগীদের নিয়ে বর্ষবরণ মেদিনীপুর হাসপাতালের চিকিৎসকদের
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর সমস্ত পড়ুয়াকে আলাদা করে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে ক্যাম্পাসের মধ্যে । কর্মী থেকে আধিকারিক বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছিলেন। এদের সূত্র ধরেই কয়েকজনকে চিহ্নিত করে করোনার এন্টিজেন টেস্ট করা হয়। প্রায় ৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে জানা গেছে ।
আরও পড়ুন:- ইংরেজী নববর্ষে পুজো দিতে তমলুকের বর্গভীমা মন্দিরে ভিড় জমিয়েছেন ভক্তরা
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
IIT Kharagpur
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore
Web Desk, Biplabi Sabyasachi online paper: About 31 IIT students were attacked by Corona on their way back to the campus. Union Education Minister Dharmendra Pradhan was present on the occasion. Accordingly, it was decided that IIT students would be brought back to the campus.
On December 27, about two thousand students were brought back. Within four days of his return, about 31 students at IIT Kharagpur were infected with corona, according to health department sources. Panic has spread across the entire IIT. No response was received from the IIT authorities.
Health department sources said that all the students have been quarantined separately on the campus. Several coroners from the staff were attacked. Corona antigens are tested by identifying a few from these sources. According to the district health department, about 31 people have been infected with corona.