In 48 hours, two people were killed by an elephant attack in Paschim Medinipur, Rs 5 lakh was given.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : পশ্চিম মেদিনীপুরে ফের হাতি হানায় মৃত্যু হল দুই ব্যক্তির। সোমবারের পর বুধবার রাত্রে দু’ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তির মৃত্যু। দুটি ঘটনায় পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়। মৃত ব্যক্তিদের নাম টুকেশ্বর মান্ডি (৪৯) ও ভাস্কর কিস্কু (৩৬)। প্রথম জনের বাড়ি কালিবাসাতে। দ্বিতীয়জনের নোনাশোলে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, ৮ থেকে ১০ টি হাতি কালিবাসার জঙ্গলে ছিল। সন্ধ্যে হতেই কালিবাসা এলাকার আলু জমিতে নেমে পড়ে। অন্যান্যদের সঙ্গে টুকেশ্বরও গিয়েছিল হাতি তাড়াতে। একটি হাতি তাদের দিকে তাড়া করে নিয়ে আসলে টুকেশ্বরকে নাগালে পেয়ে শুঁড়ে ধরে আছাড় মারে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
স্থানীয়রা কোনোরকমে হাতিটিকে তাড়িয়ে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই তাঁর মৃত্যু হয়। হাতিগুলিকে সেখান থেকে তাড়িয়ে জঙ্গলে ফেরত পাঠালে চলে যায় নোনাশোল এলাকার কৃষি জমিতে। সেখানে সদ্য জমি থেকে আলু তুলে মাঠে জড়ো করে রেখেছিল ভাস্কর কিস্কু। চুরি হওয়ার হাত থেকে বাঁচাতে তিনি সেখানে পাহারায় ছিলেন। বুঝতে পারেননি যে হাতির তার জমির দিকে চলে আসবে। হঠাৎ সম্মুখে পড়ে গেলে তাঁকে শুঁড়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় বিট অফিসার বিমল সরেন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
Elephant Attack
আরও পড়ুন : হাসপাতালের বেডেই মাধ্যমিক পরীক্ষা দিল চাঁদমণি
আরও পড়ুন : কোথাও এসকর্ট করে, কোথাও হুলা জ্বালিয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিলেন বনকর্মীরা
গত ৫০ ঘন্টায় পশ্চিম মেদিনীপুরে তিনজনের মৃত্যু হলো হাতির হানায়। গত সোমবার সন্ধ্যায় চন্দ্রকোণার ধামকুড়িয়া এলাকায় প্রদীপ ঘোষ নামে এক ব্যক্তির মৃত্যু হয় জঙ্গলে হাতি দেখতে গিয়ে। বুধবার তার পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় বনদপ্তরের পক্ষ থেকে। চন্দ্রকোণা রেঞ্জের আধিকারিক তমাল মুখার্জী জানিয়েছেন, “মৃত ব্যক্তির পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে সরকারি নিয়ম অনুসারে।” ভাদুতলা রেঞ্জের আধিকারিক শুভাশিস চৌধুরী বলেন, “কালিবাসা ও নোনাশোলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বনকর্মীরা ঘটনাস্থলে রয়েছে। হাতিগুলিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুন : ঘাটাল লোকসভা কেন্দ্রে এবার অভিনেতা বনাম অভিনেতার লড়াই! জল্পনা তুঙ্গে
আরও পড়ুন : হুটার বাজিয়ে এসকর্ট করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাবে বনদপ্তর, থাকবে কড়া নজরদারি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Elephant Attack
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper