Home » দিঘায় সৈকতে দেখা মিললো বিশালাকৃতির হাঙর, দেখতে ভিড় জমালেন পর্যটকরা

দিঘায় সৈকতে দেখা মিললো বিশালাকৃতির হাঙর, দেখতে ভিড় জমালেন পর্যটকরা

by Biplabi Sabyasachi
0 comments

Giant sharks

আরও পড়ুন ঃ-খড়্গপুরে হুক্কাবার ও রেস্টুরেন্টের আড়ালে ‘মদের আসর’, গ্রেফতার ৪

শুভম সিং: দিঘা:পূর্ব মেদিনীপুরঃ দিঘার সমুদ্র সৈকতে মৎস্যজীবীদের জালে আটকে গেল এক বিশালাকৃতির একটি হাঙর। এই খবর ছড়িয়ে পড়তেই হাঙর দেখতে পর্যটকেরা ভিড় জমে যায় দীঘা মোহনার পাইকারী মাছের বাজারে।এমন এক ঘটনা ঘটলো যা পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষদের ও বাইরে একপ্রকার টেনে আনলো।

মৎস্যজীবী সূত্রে জানা গিয়েছে,গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারে মৎস্যজীবীদের জালে এই মাছটি আটকা পড়ে।এরপর মাছটিকে টেনে পাড়ে নিয়ে আসেন মৎস্যজীবীরা।এরপর মাছটিকে তুলে আনে দীঘা মোহনার মাছের পাইকারী বাজারে।তারপর মৎস্য নিলাম কেন্দ্রে মাছটি ৮০ হাজার টাকায় কিনে নেয় সিরাজ খান নামের এক মৎস‍্য ব্যবসায়ী।তবে উদ্ধার হওয়া হাঙর মাছটির ওজন প্রায় ৬০০ কেজি।

বিশেষজ্ঞরা বলছেন, সামুদ্রিক মাছের ডিম থেকে লক্ষ কোটি পোনা হলেও হাঙর ব্যতিক্রম। ১০ থেকে ১২ বছরে হাঙর পরিপক্ব হয় এবং দুই থেকে ১৬টি বাচ্চা দেয়। এ কারণে হাঙ্গরের সংখ্যা দ্রুত বাড়ে না। কিন্তু দিঘা উপকূলে মাছ ধরার ট্রলারের জালে আটকা পড়ে হাঙ্গর বিলুপ্ত হচ্ছে। যা পরিবেশ প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তাছাড়া গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া মাছ ধরার হাজারো ফাঁস জালে আটকা পড়ে ডিম পাড়তে আসা মা কচ্ছপের মৃত্যু যেমন হচ্ছে, তেমনি ২০০ গ্রাম থেকে তিন মণ ওজনের অসংখ্য হাঙ্গরও ধরা পড়ছে।ইলিশের মতো আইন করে হাঙ্গর নিধন বন্ধ করাও জরুরি।তাছাড়া মূলত এই হাঙ্গর মাছের তেল গুরুত্বপূর্ণ ওষুধ তৈরিতে কাজে লাগে।
নিষেধাজ্ঞা সত্বেও হাঙর চোরাশিকার এত বাড়ছে কেন ?পাইকারি বাজারে এর দাম খুব একটা বেশি নয়। কোথাও ৭০ হাজার টাকা আবার কোথাও বা ৮০ হাজার টাকা কেজি। তবে বিদেশের বাজারে এর চাহিদা আকাশছোঁয়া।হাঙরের পাখনার স্যুপ পৃথিবীর অনেক দেশেই অত্যন্ত জনপ্রিয় খাবার। আর খাদ্যরসিকদের কাছে সেই খাবার পৌঁছে দেওয়ার জন্য এত বেশি হাঙর শিকার করা হচ্ছে।তাই এক হাজারেরও বেশি হাঙর-প্রজাতি এখন পৃথিবী থেকেই বিলুপ্ত হতে চলেছে।

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Giant sharks

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.