Huge ice suddenly fell from the sky! Panic in Paschim Medinipur. This viral incident took place in Debra block balokchak area.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : বসন্তের শুরুতে যখন রাজ্যজুড়ে কাঠফাটা রোদের দাবদাহ। আর তারেই মাঝে ঘটলো অলৌকিক ঘটনা ঘটলো। রোদ ঝলমল আকাশ থেকে হটাৎ খসে পড়লো ১০ থেকে ১২ কেজি ওজনের বিশাল আকার বরফের চাঁই। তাহলে নিশ্চয়ই ভাবছেন যে ঘটনাটি হয়তো কাশ্মীর কিংবা সিমলার হবে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
না তাহলে আপনি ভুল করবেন। অলৌকিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকায়। আকাশ থেকে বরফ পড়ার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। শনিবার সকাল আটটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের বালকচক এলাকায়। হঠাৎই শঁ শঁ শব্দের হওয়ার পর এই এলাকার বাসিন্দা নকুল জানার বাড়ির সামনে শিলটি পড়ে যায়।
Viral Incident | Ice fall
শিলটির ওজন ১০ থেকে ১২ কেজি বলে জানা গিয়েছে। এই ঘটনায় কারুর হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। যদিও দিনের বেলায় রোদ ঝলমলে আকাশ থেকে বরফ পড়ার এই ঘটনায় হতবাক এলাকাবাসী। বরফ পড়ায় এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে নকুল বাবুর বাড়িতে। আকাশ থেকে পড়া ওই বরফ দেখতে ছুটে আসেন এলাকার বহু বাসিন্দা।
আরও পড়ুন : উৎসাহী যুবকদের দেখার নেশায় অতিষ্ট হাতি! ঝাড়গ্রামে ভাঙল গাড়ি, মোটরবাইক ও সাইকেল
আরও পড়ুন : উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি তুঙ্গে! পশ্চিম মেদিনীপুরে পরীক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ২০৪ জন, পরীক্ষাকেন্দ্র ৭৮টি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Viral Incident | Ice fall
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper