ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফল প্রকাশ উচ্চমাধ্যমিকের। পাশের হার ৯০ শতাংশ। বুধবার ১টায় সাংবাদিক বৈঠক করে ফলপ্রকাশ করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এ বছর পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। তার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল ফল। আর ফলপ্রকাশ হতেই দেখা গেল, মেধাতালিকায় জেলার রমরমা।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
পাশের হারেও এগিয়ে জেলা। পাঁচের মধ্যে প্রথম চারটিই জেলা। পাশে হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। সেই জেলায় পাশের হার ৯৫.৭৭%। দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা ৯২.৮%। তারপর তৃতীয় ও চতুর্থস্থানে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর ও কালিম্পং। পাশের হার ৯২.৭৮ এবং ৯২.৫১%। ৯২.১৩% পাশের হার নিয়ে পঞ্চম স্থানে কলকাতা। এ বছর প্রথম দশে ঠাঁই পেয়েছে ৫৮ জন পড়ুয়া। প্রথম দশেও এগিয়ে জেলা। এর মধ্যে বাকিদের টেক্কা দিয়েছে হুগলি।
HS Result 2024
আরও পড়ুন : মাধ্যমিকে এবারেও সেরা দশে পূর্বের ৭ পড়ুয়া, পড়ুন বিস্তারিত
আরও পড়ুন : “আত্মবিশ্বাসই সাফল্যের চাবিকাঠি”! ঝাড়গ্রামে মাধ্যমিকে প্রথম অন্বেষার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং
হুগলিতে ১৩ জন আছেন প্রথম দশে।
দ্বিতীয় বাঁকুড়া। প্রথম দশে আছে ৯ জন।
দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতায় যথাক্রমে ৭ ও ৫ জন আছেন প্রথম দশে।
৪ জন করে আছে পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর থেকে।
কোচবিহার ও মালদার ৩ জন করে পড়ুয়া আছে সেরা ১০-এ।
আলিপুরদুয়ার, বীরভূম ও উত্তর দিনাজপুরের ২ পড়ুয়া।
১জন করে পড়ুয়া আছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
প্রথম দশে নেই পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কোনো পড়ুয়া। পূর্ব মেদিনীপুর থেকে প্রথম দশে রয়েছেন ৪ পড়ুয়া। পঞ্চম স্থানে রয়েছে কন্টাই হাইস্কুলের সায়ন্তন মাইতি। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯২। পাশাপাশি এগরা ঝাটুলাল হাইস্কুলের দেবপ্রিয়া বর, হলদিয়া হাইস্কুলের সংশপ্তক আদক ও হলদিয়া গভ: স্পনসরড বিবেকানন্দ মিশন বিদ্যাভবনের অনীশ ঘড়াই দশম স্থান অর্জন করে। প্রাপ্ত নম্বর ৪৮৭।
আরও পড়ুন : জেলায় মেয়েদের মধ্যে প্রথম মেদিনীপুর মিশন গার্লসের তনুকা
আরও পড়ুন : মাধ্যমিকে জেলায় প্রথম মেদিনীপুর কলেজিয়েট স্কুলের কৌস্তভ , প্রাপ্ত নম্বর ৬৮৮
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
HS Result 2024
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper