Home » HS Result 2023 : বাবা-মা হোটেল চালান! অভাবের সঙ্গে লড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু

HS Result 2023 : বাবা-মা হোটেল চালান! অভাবের সঙ্গে লড়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় তমলুকের চন্দ্রবিন্দু

by Biplabi Sabyasachi
0 comments

HS Result 2023 : Parents run the hotel! Chandrabindu of Tamluk is the third in the state to fight with scarcity in higher secondary.

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় হয়েছে পূর্ব মেদিনীপুরে তমলুকের হ্যামিল্টন হাইস্কুলের ছাত্র চন্দ্রবিন্দু মাইতি। তার বাড়ি তমলুক থানা এলাকার শঙ্করআড়া এলাকায়। প্রাপ্ত নম্বর ৪৯৪। ৬ টি টিউশন ছিলো চন্দ্রবিন্দুর। তমলুকের শংকরআড়া এলাকায় বাড়ির সংলগ্ন চন্দ্রবিন্দু মাইতির বাবা তপন মাইতির একটি ছোট্ট হোটেল রয়েছে। হোটেলে কাজ করেন চন্দ্রবিন্দুর বাবা ও মা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

পড়াশোনার পাশাপাশি চন্দ্রবিন্দু বাবা ও মায়ের সাথে হোটেলে কাজ করেন। চন্দ্রবিন্দুর দাবি,পড়াশুনোর ফাঁকে বাবা মার সাথে হোটেলের সঙ্গ দেয় সে। হোটেলে চা বানানো থেকে শুরু করে কাস্টমারকে খাওয়ার দেওয়ার কাজ ও করত চন্দ্রবিন্দু। শুধু চন্দ্রবিন্দু নয় তার ছোট ভাই সেও বাবা মার সাথে হাতে হাত লাগান হোটেলে। জায়গা জমি বিশেষ কিছু নেই। রয়েছে একটি বাড়ি ও বাড়ি সংলগ্ন একটি হোটেল। তবে পড়াশুনো করতে অধিক অংকের টাকার প্রয়োজন হয়। তবে পড়াশোনার খরচ জোগাতে ইতিমধ্যে গয়না বিক্রি করেছেন তিনি।

আরও পড়ুন : মাধ্যমিকের মেধা তালিকায় মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের জয়জয়কার! দশম স্থানে বীরেশ, বর্ণময় ও সাগ্নিক

আরও পড়ুন : মাধ্যমিকে চতুর্থ পূর্ব মেদিনীপুরের তুহিন! রাজ্যে সেরা দশে জেলার ১৩ পড়ুয়া

আর সেই গয়না বিক্রির টাকাতেই এতদিন চলছিল পড়াশুনো। আর তাতেই এত বড় সাফল্য। কিন্তু এরপর কি হবে চিন্তার ভাঁজ পরিবারের! চন্দ্রবিন্দু স্বপ্ন আইটি আই নিয়ে রিসার্চ করতে। কিন্তু তার জন্য তো বিপুল পরিমাণ টাকার প্রয়োজন। সেই টাকা আসবে কোথা থেকে? চন্দ্রবিন্দুর দাবি দাদুর কিছু সম্পত্তি রয়েছে সেগুলো বিক্রি করেই আপাতত চলবে পড়াশুনোর কাজ। কিন্তু তাতে কতদিন শেষমেশ চাইছে তাদের পাশে এসে কেউ দাঁড়াক। মা ও বাবার কাতর অনুরোধ উচ্চ শিক্ষার জন্য কেউ তাদের পাশে এসে দাঁড়াক।তবেই তাদের ছেলে পড়াশোনাতে সাহায্য হবে।

আরও পড়ুন : একজন পঞ্চম, সপ্তম ২ জন, দশম ১জন! মাধ্যমিকে রাজ্যে প্রথম দশে মেদিনীপুর সারদা বিদ্যামন্দিরের ৪ পড়ুয়া

আরও পড়ুন : মাধ্যমিকে রাজ্যে পঞ্চম মেদিনীপুরের সুপ্রভ, প্রাপ্ত নম্বর ৬৮৮

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

HS Result 2023

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.