ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শান্তিকুঞ্জ থেকে মেরেকেটে ১০০ মিটার দূরত্বে হয়েছে মঞ্চ। সেই মঞ্চ থেকেই শনিবার পঞ্চায়েত সফরের আগে কর্মীদের ‘পেপ টক’ দেবেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় । বক্তৃতার ঝাঁঝালো আক্রমণের সিংহভাগ জুড়ে যে থাকবেন শান্তিকুঞ্জনিবাসী BJP বিধায়ক, তা বলার অপেক্ষা রাখে না।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর দ্বৈরথের মাঝে সভাস্থলে নিরাপত্তার বলয় আঁটোসাঁটো করতে কোমর বেঁধে নেমেছে পুলিশ প্রশাসনও।রাজ্যের বিরোধী দলনেতার বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে তৈরি ‘হটস্পট’। বাক্যবাণ প্রক্ষেপণের প্রাঙ্গণ জুড়ে উচ্ছাস থাকবে তৃণমূল কর্মীদেরও। কিন্তু তা যেন কোনওভাবে ‘শান্তিকুঞ্জে’র শান্তি বিঘ্নিত না করে সে ব্যাপারে কড়া নির্দেশ রয়েছে রাজ্যের সর্বোচ্চ আদালতের। সভার প্রস্তুতি শেষে পর্যায়ে।
Abhishek Banerjee Meeting
বৃহস্পতিবার থেকেই সভা পরিদর্শনে আসছেন জেলা তৃণমূল নেতৃত্বরা। রাত পোহালেই সমস্ত রাস্তায় গন্তব্যস্থল হবে একটাই। তাই যানযট নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রয়েছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে কাঁথিতে অভিষেকের এই সভার গুরুত্ব কতটা, তা হাবেভাবেই বুঝিয়ে দিচ্ছেন জেলার তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যে অভিষেকের সভায় ১ লক্ষ মানুষের জমায়েতের ঘোষণা করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে।
আরও পড়ুন : পাকা ধানের জমিতে হাতির পালকে ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ হুলা পার্টির বিরুদ্ধে, ক্ষোভ মেদিনীপুর সদরে
তা যে একেবারেই কথার কথা নয়, তা স্পষ্ট জানিয়েও দিয়েছেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক তরুণ মাইতি। তিনি বলেন, ‘‘অভিষেকের সভার প্রস্তুতিতে কোনও খামতি রাখা হচ্ছে না। জেলা জুড়ে প্রতিটি বুথ, অঞ্চল ও ব্লক স্তরে সভা, মিছিল, মাইক প্রচার, ব্যানার, দেওয়াল লিখন হয়েছে। তা চলছেও।’’ দলীয় সূত্রে খবর, জমায়েতের লক্ষ্যমাত্রা ছুঁতে ইতিমধ্যেই বেশ কয়েক বার পর্যালোচনা বৈঠক করেছেন পূর্ব মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলা— তমলুক এবং কাঁথির তৃণমূল নেতৃত্ব।
আরও পড়ুন : পাঁশকুড়ায় থানার গোডাউনে জমা নিষিদ্ধ আতশ বাজি থেকে বিস্ফোরণে মৃত্যু এক পুলিশ কর্মীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Abhishek Banerjee Meeting
– Biplabi Sabyasachi Largest Bengali