Home » Red Alert : জারি লাল সতর্কতা, দাসপুরের জলবন্দি বিস্তীর্ণ এলাকা নৌকায় করে ঘুরে দেখলেন এস.ডি.ও, বি.ডি.ও

Red Alert : জারি লাল সতর্কতা, দাসপুরের জলবন্দি বিস্তীর্ণ এলাকা নৌকায় করে ঘুরে দেখলেন এস.ডি.ও, বি.ডি.ও

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : ফুঁসছে নদী, বিপদসীমা পার করে বইছে জলের স্রোত। নদীর জল প্রবেশ করেছে দাসপুর-ঘাটাল- চন্দ্রকোণার বিস্তীর্ণ এলাকায়। জারি হয়েছে রেড অ্যালার্ট। বৃহস্পতিবার দাসপুরের জলবন্দী বিস্তীর্ণ এলাকা নৌকায় করে পরিদর্শন করলেন ঘাটালের এস.ডি.ও, দাসপুর-১ ব্লকের বিডিও সহ মহকুমা ও ব্লক প্রশাসনের পদস্থ কর্তা এবং এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিরা। কথা বলেন সাধারণ মানুষজনদের সাথে। পরিদর্শন শেষে সকলকে সচেতন থাকার বার্তা দেন তাঁরা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

এদিন দাসপুর – ১ ব্লকের রাজনগর সহ আশপাশের ডুবো এলাকায় গিয়ে দেখা যায় পরিবার-পরিজন নিয়ে কেউ রয়েছেন ছাদে আবার কেউ একতলা ছেড়ে দোতলায়।জলমগ্ন এলাকার একাধিক আই.সি.ডি.এস. সেন্টার, অনেক পরিবারের দুয়ারে লাগছে জলের ঢেউ, ডুবেছে পানীয় জলের নলকূপ। কার্যত থৈ থৈ অবস্থা চারিদিক। এক লহমায় বোঝা দায় বসত এলাকা নাকি সমুদ্র। দাসপুর ব্লকের বিডিও বিকাশ নস্কর জানান, গোটা ব্লক এলাকায় মোট চারটি ফ্লাড সেল্টার খোলা রয়েছে। এছাড়াও পরিস্থিতি আরও অবনতি হলে সরকারি স্কুল বিল্ডিং ব্যবহার করা যাবে। এলাকার বন্যা দুর্গতদের জন্য প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা চালু রয়েছে।

আরও পড়ুন : বন্যা মোকাবিলায় ঘাটালে পৌঁছালো জাতীয় এবং রাজ্য বিপর্ষয় উদ্ধারকারী বাহিনী, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসক-পুলিশ সুপার সহ ঘাটালের পদস্থ আধিকারিকরা

গোটা এলাকায় প্রশাসনের তীক্ষ্ণ নজর রয়েছে, ২৪ ঘন্টা চালু রয়েছে কন্ট্রোলরুম। এলাকার সমস্ত রিপোর্ট জেলা প্রশাসনকে জানানো হচ্ছে প্রতি মুহূর্তে। এদিন পরিদর্শন টিমের সাথে ছিলেন দাসপুর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, বিশিষ্ট সমাজসেবী কৌশিক কুলভী, কুমারেশ ভূঁইঞ্যা, ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারি, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ,রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অনেকেই। তাঁরা জানান, দাসপুরের প্রায় ৬০০ হেক্টর জমি এখন জলের তলায়। কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ, সরকার তাঁদের পাশে থাকবে।

দাসপুরের পাশাপাশি জলমগ্ন ঘাটাল ও চন্দ্রকোণার একটা বড় অংশ। ঘাটালের মহারাজপুর, সুলতানপুর, ব্যাংরাল এলাকায় রাস্তার উপর জল উঠেছে। সরকারিভাবে নৌকা চলছে বেশ কয়েকটি জায়গায়। ত্রাণ শিবির খোলা রয়েছে প্রত্যেক এলাকায়। সব মিলিয়ে ঘাটালজুড়ে এখন দুয়ারে বন্যা। ঘাটাল মহকুমা সেচ দপ্তরের আধিকারিক উজ্জ্বল মাখাল বলেন,নদীবাঁধগুলিতে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে। প্রতি ঘন্টায় জলের মাপ নির্ধারণ চলছে। এলাকার মানুষকেও সচেতন থাকতে হবে। ডেঞ্জার লেভেলে বইছে নদীর স্রোত। সব মিলিয়ে বন্যা নিয়ে এখন বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে ঘাটালবাসী এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের।

আরও পড়ুন : ক্রেডিট কার্ড দেওয়ার নাম করে গ্রাহককে ফোন, অ্যাকাউন্ট থেকে দু’দফায় কুড়ি হাজার টাকা গায়েব

আরও পড়ুন : IIT Delhi ও Kharagpur এর উদ্যোগে Robotics এর প্রশিক্ষণ শিবির মেদিনীপুর কলেজে

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Red Alert

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.