Home » Harmony in Midnapore : সম্প্রীতির নির্দশন মেদিনীপুর! মসজিদে ইফতারি দিয়ে শুরু বজরং-এর রামনবমী শোভাযাত্রা

Harmony in Midnapore : সম্প্রীতির নির্দশন মেদিনীপুর! মসজিদে ইফতারি দিয়ে শুরু বজরং-এর রামনবমী শোভাযাত্রা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রামনবমীকে ঘিরে রাজ্যজুড়ে রীতিমতো উদ্বেগে প্রশাসন থেকে রাজনৈতিক মহল। তার মাঝেই নজর কাড়া সম্প্রীতির নিদর্শন তৈরি করল মেদিনীপুর শহর। মেদিনীপুর শহরের পুরনো বড় বজরং ক্লাবের পক্ষ থেকে রামনবমীর শোভাযাত্রা বের হলো পাশেই থাকা শাহ আদিল মসজিদে রমজানের ইফতার সামগ্রী দিয়ে। আখড়াতে থাকা নেতৃত্বদের মিষ্টিমুখ করালো মসজিদ কমিটিও। দুই পক্ষকেই একে অপরের কোলাকুলির মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ানোর চেষ্টা হল রাজ্যজুড়ে।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

নিজস্ব চিত্র

মেদিনীপুর শহরের খাপ্রেল বাজার এলাকায় রয়েছে জেলার সবথেকে বড় বজরং ক্লাব। এই ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে রামনবমীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। রাজ্যজুড়ে তোলপাড় করা পরিস্থিতির মাঝে এই আয়োজন নিয়ে উদ্বেগে ছিল পুলিশ প্রশাসন। তবে সমস্ত চিন্তাকে কমিয়ে আয়োজকদের পক্ষ থেকে নেওয়া হয়েছিল অভিনব উদ্যোগ। ক্লাবের পক্ষ থেকে শোভাযাত্রা বের করার আগে মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে আমন্ত্রণ করা হয়েছিল পাশেই থাকা শাহ আদিল মসজিদ কমিটির সদস্যকে।

Harmony in Midnapore

ক্লাবের অনুষ্ঠান শুরুর আগেই মসজিদ কমিটির সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা ও সম্মান জানানো হয়। সোনা খান নামে ওই সদস্য ক্লাবের উদ্যোক্তাদের মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে গোলাপের তোড়া তুলে দেন সম্মান জানাতে। এরপর শোভাযাত্রা বের করার আগে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ফল, মিষ্টি সহ খাবার সামগ্রী নিয়ে যাওয়া হয় মসজিদে। প্রায় ইফতারির পূর্ব মুহূর্তে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ সেই সমস্ত সামগ্রী তুলে দেওয়া হয় মসজিদে আগত রোজদারদের। পাল্টা কোলাকুলি করে ধন্যবাদ জানান রোজদারগণ।

নিজস্ব চিত্র

আরও পড়ুন : স্কুলে পরীক্ষা চলাকালীন দুয়ারে সরকার! পশ্চিম মেদিনীপুরে বিতর্ক

সম্প্রীতির পরিবেশ তৈরি হয়। সোনা খান বলেন, “আমরা এই এলাকার বাসিন্দা। প্রতিদিনই একে অপরের মুখ দেখে কাজে যেতে হয়। সকলেই মিলেমিশে থাকি। এই উৎসবেও একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে থাকি। আহ্বান করব সবাই এমনই চলুক।” বজরং ক্লাবের সদস্য বিশ্বজিৎ গোপ বলেন, “আমরা হিন্দু বা মুসলমান কেউই নয়, সবার আগে আমরা মানুষ।” উদ্যোগে শামিল হয়েছিলেন পুলিশকর্তা, প্রশাসনের পক্ষ থেকেও অধিকারিকরা। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, “যা হলো তা সম্প্রীতির নিদর্শন। এটাই আমাদের মেদিনীপুর। প্রার্থনা করব সবাই এই ভাবেই চলুক।”

আরও পড়ুন : রামচন্দ্র বলেছিলেন বন্দুক নিয়ে মিছিল করতে ? দিঘায় BJP-কে আক্রমণ করলেন মমতা

আরও পড়ুন : শিকার বন্ধে তৎপর বন দফতর, বাজেয়াপ্ত করা হবে ব্যবহৃত যানবাহন, দিনভর চলল মাইকিং, পাড়া বৈঠক

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Harmony in Midnapore

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.