Hangout on Suryaster Haat near Kansai railway bridge adjacent to Midnapore town, scattering of liquor and Beer bottles, growing anger
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শহর সংলগ্ন কাঁসাই নদীর রেল ব্রিজের সামনে সূর্যাস্ত হাটের মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদ বিয়ার ও অন্যান্য পানীয়ের বোতল। ভাঙ্গা বোতলের টুকরোয় পা জখম হওয়ারও সম্ভাবনা রয়েছে। রাতের অন্ধকারে কিছু যুবক সূর্যাস্ত হাটের মাঠে বসে মদ্যপান করছে বলে অভিযোগ উঠেছে। বিকেলবেলার যারা সূর্যাস্ত মাঠে ঘুরতে যান সকালে তাঁরা হাঁটতে যান তাঁদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কিছু উচ্ছশৃঙ্খল যুবকের জন্য সূর্যাস্ত মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য।
আরও পড়ুন:- খড়্গপুর শহরে লরির ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের
আরও পড়ুন:- অভিনব উদ্যোগ! মহিলাদের নিরাপত্তার জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গঠিত হল ”উইনার্স স্কোয়াড” টিম
এলাকায় নিয়মিত পুলিশের টহল দেওয়া প্রয়োজন অনেক রাত পর্যন্ত আড্ডা দেওয়া বন্ধ করতে হবে। শহরের কিছু উৎসাহী যুবকের উদ্যোগে ও পরিশ্রমের কাঁসাই নদীর ব্রীজ এলাকায় সূর্যাস্ত হাট গড়ে উঠেছে। গোটা মাঠজুড়ে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের গাছ। তৈরি হয়েছে মুক্ত মঞ্চ। বিশেষ বিশেষ দিনে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সপ্তাহে শনি-রবিবার সেখানে নানান ধরনের হাতের কাজের পসরা সহ হাট বসে। শনি-রবিবার বহু মানুষের সমাগম হয়।
আরও পড়ুন:- শালনবীতে জঙ্গলে পুজো দিয়ে বন্যপ্রাণী শিকার না করেই ফিরলেন শিকারিরা! খুশি বনদফতর ও পুলিশ প্রশাসন
Midnapore Suryaster Haat
আরও পড়ুন:- বেপরোয়া বালিগাড়ি ও পথ কুকুরের দৌরাত্ম্যে মেদিনীপুর শহরে মৃত্যু হল দুই যুবকের
সপ্তাহের অন্যান্য দিনে লোকজন ঘুরতে যান সূর্যাস্ত হাটে। মুক্ত পরিবেশে প্রকৃতির আমেজ উপভোগ করেন। কিন্তু কয়েকদিন ধরে দেখা যাচ্ছে সূর্যাস্তের মাঠে মদ-বিয়ার সহ অন্যান্য বিভিন্ন পানীয়ের বোতলে ভরে যাচ্ছে, যা খুব দৃষ্টিকটু। স্থানীয় বাসিন্দারা বলেন সূর্যাস্তে ঢোকার জন্য চারিদিক থেকেই রাস্তা রয়েছে। তাই বেড়া দিয়ে এত বড় মাঠ ঘিরে রাখা সম্ভব নয়। সন্ধ্যা নামলেই কিছু যুবক সেখানে মদ্যপানের আসর বসাচ্ছে । সেখানে মদের বোতল ফেলে চলে যাচ্ছে। কিছু মহিলাও পুরুষদের সঙ্গে বসে মদ পান করছেন।
আরও পড়ুন:- মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী পদে রদবদল,পশ্চিমে মামনি, পূর্বে মধুরিমা ও ঝাড়গ্রামে বিরবাহা
গভীর রাত পর্যন্ত প্রেমিক-প্রেমিকারা ঘনিষ্ঠভাবে বসে আড্ডা দেন। বাসিন্দাদের বক্তব্য গভীর রাত পর্যন্ত ছেলেমেয়েদের চেঁচামেচি মাতলামির আওয়াজ শোনা যায়। এলাকার এক বাসিন্দা সুশান্ত ঘোষ বললেন, বিভিন্ন জায়গা থেকে বাইকে করে লোকজন আসছে কার কাছে মদের বোতল রয়েছে তা বোঝা সম্ভব নয়। সন্ধ্যা নামতেই কেউ কেউ মদ্যপান করছে এটা বোঝা যাচ্ছে চোখের সামনে করলে তখন ব্যবস্থা নেওয়া যায়। তবে পুলিশ নিয়মিত টহল দিলে এগুলি অনেকটা বন্ধ হবে।
আরও পড়ুন:- মহিষাদলে রেলের জায়গাতে বেআইনিভাবে গার্ডওয়াল তৈরির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, ক্ষোভ এলাকাবাসীর
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.cm/biplabisabyasachi
Midnapore Suryaster Haat
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper In Midnapore