Home » Haldia Municipality : ২৭ বছরে প্রথম রাজস্ব আদায়ে রেকর্ড গড়ল হলদিয়া পুরসভা

Haldia Municipality : ২৭ বছরে প্রথম রাজস্ব আদায়ে রেকর্ড গড়ল হলদিয়া পুরসভা

by Biplabi Sabyasachi
0 comments

বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : রাজস্ব আয়ে রেকর্ড সাফল্য অর্জন করেছে হলদিয়া পুরসভা। পুরসভা প্রতিষ্ঠার ২৭ বছরের ইতিহাসে এই প্রথম সর্বাধিক রাজস্ব আদায় করেছে হলদিয়া পুরসভা। পুরসভা সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে রাজস্ব আদায় ১০০ কোটি ছাড়িয়েছে। বকেয়া কর আদায়ের ক্ষেত্রে জোর দেওয়ায় এই সাফল্যে এসেছে বলে জানিয়েছে পুরসভা কতৃপক্ষ।

আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :

For WhatsApp Group : Click Here

2/4. হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প সংস্থা থেকে রাজস্ব আদায় হয় সবচেয়ে বেশি। শুধু শিল্পক্ষেত্র থেকেই এবার ৮০ কোটি টাকা রাজস্ব আদায় করেছে হলদিয়া পুরসভা কর্তৃপক্ষ। বাকি ২০ কোটি টাকা আয় হয়েছে পুরসভার পুকুর,দিঘি লিজ দিয়ে, বিভিন্ন মার্কেটে কমপ্লেক্সের ভাড়া আদায়, ট্রেড লাইসেন্স, মিউটেশন-সহ পুরসভার অন্যান্য একাধিক উৎস থেকে। পুরসভার দাবি, শুধু যে রাজস্ব সংগ্রহে নজর দেওয়া হয়েছে তা নয়। পুরসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে।

3/4. ২১ নম্বর ওয়ার্ডে বসানো হচ্ছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক চুল্লি, তৈরি করা হচ্ছে আধুনিকমানের বাস স্ট্যান্ড। নিকাশি সমস্যা মেটাতে কেনা হয়েছে বিশেষ পাম্প। এছাড়াও হলদিয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে গড়ে তোলা হয়েছে অত্যাধুনিক পরিকাঠামোর বৃদ্ধাশ্রম। বিদ্যুতের বিল বাঁচানোর জন্য প্রশাসনিক ভবনে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ প্রকল্প।

আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা

আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ

4/4. পুরসভা কতৃপক্ষ জানিয়েছে, শিল্পখাতে এর আগে ৫৫ কোটির বেশি রাজস্ব আদায় করতে পারেনি বিগত কোনও বোর্ড। গত অর্থবর্ষে পুরসভার রাজস্ব আয়ের পরিমাণ ছিল প্রায় ৭৫ কোটি টাকা। এই প্রথম উন্নয়ন কাজের গতির সঙ্গে বকেয়া কর আদায়ে জোর দিয়েছিল পুর-প্রশাসক বোর্ড। হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, ‘আমাদের কাছে প্রথম গুরুত্ব হচ্ছে নাগরিক পরিষেবা। সেটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। তবে একাধিক বকেয়া কর আদায় হয়েছে। সেই কারণেই এই মোটা অঙ্কের টাকার রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। এই সাফল্যের পিছনে পুরসভার কর্মী ও আধিকারিকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।’

আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!

আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Haldia Municipality

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Leave a Comment

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.