Home » Hailstorm : ঝমঝমিয়ে শিলাবৃষ্টি- ঝোড়ো হাওয়া! স্বস্তির বৃষ্টিতে ভিজল মেদিনীপুর সহ জেলার একাধিক জায়গা

Hailstorm : ঝমঝমিয়ে শিলাবৃষ্টি- ঝোড়ো হাওয়া! স্বস্তির বৃষ্টিতে ভিজল মেদিনীপুর সহ জেলার একাধিক জায়গা

by Biplabi Sabyasachi
0 comments

ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে নামল বৃষ্টিপাত। পাশাপাশি শিলাবৃষ্টিও হয় একাধিক জেলায়। বৃহস্পতিবার বিকেল ৪ টের পর থেকেই মেদিনীপুর সহ জেলার বিভিন্ন জায়গায় আবহাওয়ার রূপ বদল হতে শুরু করে।বুধবার সকাল থেকে তাপমাত্রা হঠাৎই বেড়ে গিয়েছিল। আজকের বৃষ্টির পর একধাক্কায় ফের তাপমাত্রা অনেকটাই কমল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা।


আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ

ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

মেদিনীপুরে শিলাবৃষ্টি

তবে আগামীকাল হাওয়া বদল। অর্থাৎ ঝড়-বৃষ্টির পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে। কিন্তু, ২৯ তারিখ থেকে ফের ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে দুই বঙ্গেই। শনিবার থেকে দক্ষিণবঙ্গে সমান্য বাড়তে পারে তাপমাত্রার পারদ। তবে ঝড়-বৃষ্টির কারণে আপাতত অস্বস্তিকর গরম পড়ার সম্ভাবনা আপাতত নেই। তবে কিছুটা অস্বস্তি বাড়াতে পারে আপেক্ষিক আর্দ্রতা। মেদিনীপুরে বৃষ্টি! বিকেল ৪টের পর থেকেই মেদিনীপুরব আবহাওয়ার রূপ বদল হতে শুরু করে। ঘন কালো মেঘে ঢাকে আকাশ। এরপরেই ঝমঝম করে নামে বৃষ্টি।

এরমাঝেই শুরু হয় শিলাবৃষ্টি। কালবৈশাখীর তান্ডবে শহরের বিভিন্ন জায়গায় গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমেছে, ফিরেছে স্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শেষে অর্থাৎ রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।অপরদিকে মাঠে কৃষি কাজ সেরে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। এমনই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার যাদবনগর গ্রামে।মৃত ব্যক্তির নাম তাপস পাতর(২৬),বাড়ি যাদবনগরে।

চন্দ্রকোনায় বজ্রপাতে আহত মহিলা

মৃতের পরিবার সূত্রে জানাযায় বৃহস্পতিবার দুপুর নাগাদ পেশায় কৃষক তাপস পাতর মাঠে কৃষিকাজ সেরে বাড়ি ফিরছিল,সেসময় হঠাৎই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়।বাজ পড়ে মাঠেই লুটিয়ে পড়ে ওই ব্যক্তি তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। এছাড়াও চন্দ্রকোনায় বাজ পড়ে গুরুতর আহত হন এক মহিলা। বর্তমানে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। আহত মহিলার নাম সম্বরি হেমব্রম(৪২)।

বাড়ি চন্দ্রকোনার নীলগঞ্জ গ্রামে।স্থানীয় সূত্রে জানাযায়,আজ বিকেল নাগাদ বাড়ির সামনে থাকা ছাগলের দড়ি খুলে গোয়ালঘরে আনার সময় হঠাৎই বজ্রপাত হয়,তাতে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান ওই মহিলা।তাকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়,বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা।বজ্রপাতে চারটি ছাগলও মারা গিয়েছে বলে আহত পরিবারের তরফে জানানো হয়।দুপুর থেকে একনাগাড়ে বজ্রপাত তাতে আগেই চন্দ্রকোনার যাদবনগর গ্রামে এক ব্যক্তির মৃত্যু হয়,সেই ঘটনার কিছু পরেই ফের বজ্রপাতে এক মহিলার আহত হওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চন্দ্রকোনায়।

আরও পড়ুন : বনধ-এ ‘দাদাগিরি’! মেদিনীপুর সদরে বন্ধ করা হলো বিদ্যালয়, প্রার্থনা করেও বেরিয়ে যেতে হলো ছাত্র-ছাত্রীদের

আরও পড়ুন : গুড়গুড়িপালে বজ্রপাতে পুড়ে ছাই মাঠে রাখা পাকা ধান

লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi

Waste Collecting Vehicle

– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper

You may also like

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.