বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার আরও দুজন। সব মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করলো গুড়গুড়িপাল থানার পুলিশ। এর আগে তিন চোরেদের গ্রেফতার করেছিল পুলিশ। এবার তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সোনা যে দোকানে বিক্রি করা হতো, সেই দুই দোকানদারকে গ্রেফতার করল রবিবার রাতে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন :
For WhatsApp Group : Click Here

2/5. পুলিশ জানিয়েছে, সমস্ত চুরির সোনা, রুপো ঝাড়গ্রামের সুভাষপল্লী এলাকার একটি দোকানে বিক্রি করতো চোরেরা। তাদের জিজ্ঞাসাবাদ করে সেই দোকানের হদিস মেলে। চুরির কার্যে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করার পাশাপাশি বেশ কিছু সোনা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
3/5. উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে গুড়গুড়িপাল থানার চিলগোড়া এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকেরা জানিয়েছিল, সোনার চেন, আংটি, ব্রেসলেট, রুপোর নুপুর, চামচ, গ্লাস সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে। গুড়গুড়িপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
4/5. সেই ঘটনায়, উত্তর ২৪ পরগণার হাসনাবাদ থেকে মতিহার সেক (৩১), সেক রফিক (৪০) এবং ঝাড়গ্রামের বাসিন্দা শংকর সিংহকে (৪৩) গ্রেপ্তার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। শংকরকে গ্রেফতার করে জানতে পারে ঝাড়গ্রাম বাদেও পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক বাড়িতে চুরি করেছে তারা। শংকরকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এলাকায় চুরির সমস্ত তালিকা তৈরি করত শংকর। বিভিন্নভাবে খোঁজ রাখতো কোন বাড়ি এবং দোকান ফাঁকা থাকে রাতের বেলা। চুরি হত রফিকের হাত ধরেই।
আরও পড়ুন : হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল ফিরিয়ে দিল সবং থানা
আরও পড়ুন : মহিলা থানায় পড়ুয়াদের অত্যাচারের অভিযোগে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও কোতয়ালী থানায় বিক্ষোভ
5/5. চুরি করার পরই রফিক ও মতিহার বাড়ি ফিরে যেত। রফিক ও মতিহারকে গ্রেফতার করে তাদের কাছ থেকে বেশ কিছু সোনা উদ্ধার করেছে পুলিশ। শংকরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও জানতে পারে, ঝাড়গ্রামেরই একটি সোনা দোকানে তারা চুরি যাওয়া সোনা বিক্রি করত। সেই তথ্যর ভিত্তিতেই রবিবার রাতে হানা দেয় ঝাড়গ্রামের ওই সোনা দোকানে। অভিজিৎ পাল ও দীপনাথ ওঝা দুজনে একটি সোনা দোকান চালাত। ওই দুই দোকানিকেই গ্রেফতার করে সোমবার মেদিনীপুর আদালতে তোলা হয়। তদন্তের অগ্রগতিতে সাতদিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার আটকাতে বন দপ্তরের জোড়া ফাঁদ, গাড়ি মালিকদের বাড়িতে পৌঁছাবে আইনি নোটিশ!
আরও পড়ুন : দু’মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Arrest gold shop owner
Gurguripal #HouseTheft #Jhargram #GoldShopOwner #Arrest #CrimeNews #WestBengal #PoliceInvestigation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper