Migratory Birds
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : শীত পড়লেই ঘাটালের হরিসিংপুর জলাশয়ে ঝাকে ঝাকে উড়ে আসে ভিন দেশী সারল হাঁস (লেজার হুইস্টিং ডাক) জল পিপি (ব্রোঞ্জ উইঙ্গেড় জাকানা) পার্পেল হিরন সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি। পাখি দেখতে জলাশয়ে ভিড় করে পাখি প্রেমী মানুষেরা। জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here

প্রতিবছর শীত পড়লেই ভিন দেশ থেকে উড়ে এসে ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসিংহপুরের জলাশয়ে ভিড় জমায় পরিযায়ী পাখিরা।এ বছরও শীত পড়তেই ঘাটালের জলাশয়ে আসতে শুরু করেছে পাখিরা।এলাকার বাসিন্দাদের মন আনন্দে ভরে উঠেছে। তাদের দাবি শীতের কয়েকটি মাস এই পাখিদের কলরবেই তাদের ঘুম ভাঙে আবার দিনের শেষে কিচিরমিচির আওয়াজ করে উড়ে যায় ওরা।
Migratory Birds


আরও পড়ুন : ইন্টার্নশিপ থেকে চাকরি! মেদিনীপুর কলেজে খড়্গপুর IIT-র ক্যাম্পাসিং
আরও পড়ুন : দিঘায় ফের মৎস্যজীবিদের জালে ৫০০ কেজির ‘জায়ান্ট’ চিল শংকর মাছ
তবে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনই ব্যবস্থা নেওয়া হয়নি এই পরিযায়ীদের জন্য। এলাকাবাসীরা নিজেরাই পাহারা দেন যাতে পাখিদের কেউ বিরক্ত না করে। এলাকাবাসীর দাবি বহুদূরদুরান্ত থেকে মানুষ আসেন এই পাখি দেখতে, তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তুলছেন স্থায়ী বাসিন্দারা।
আরও পড়ুন : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামবনি থানায় অভিযোগ দায়ের বিধায়ক দেবনাথ হাঁসদার
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
Migratory Birds
– Biplabi Sabyasachi Largest Bengali