Great news for students! A 4 years graduation degree course is going to be launched in the state from the next academic year.
ওয়েব ডেস্ক, বিপ্লবী সব্যসাচী পত্রিকা অনলাইন : আগামী শিক্ষাবর্ষ থেকে চালু হতে চলেছে ৪ বছরের স্নাতক কোর্স। জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়েই স্নাতকের এই পাঠক্রম চালু হচ্ছে। UGC-এর প্রাসঙ্গিক নির্দেশিকা উল্লেখ করে রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের কাছে স্নাতক কোর্সের বিষয়ে চিঠি পাঠিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে যে এই কোর্সটি UGC-এর নিয়ম মেনে চালু করতে হবে।
আরও খবরের জন্য ক্লিক করুন… প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন বিপ্লবী সব্যসাচী নিউজ
ঝটিতি খবর পেতে আমাদের WhatsApp গ্রুপে জয়েন করুন : Click Here
স্নাতক স্তরের কোর্সগুলির জন্য নির্দেশিকা দেওয়া হলেও, স্নাতকোত্তর স্তরে কী হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিকে। সম্প্রতি রাজ্যের শিক্ষানীতি নিয়ে গঠিত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব। বৈঠকে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনেকেই মত দেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষানীতির বিভিন্ন সুপারিশ বাস্তবায়ন না হলে আগামীতে বিশ্ববিদ্যালয়গুলোর ইউজিসি থেকে অনুদান পেতে সমস্যা হতে পারে। এছাড়া উচ্চশিক্ষার জন্য অন্য রাজ্যে যেতেও সমস্যায় পড়বেন রাজ্যের ছাত্রছাত্রীরা।
New Education Policy | 4 years Graduation
আরও পড়ুন : বন্যপ্রাণ শিকার ‘প্রতিরোধে’ ময়দানে বন সুরক্ষা কমিটি, থাকবেন মহিলারাও
তাই পরিস্থিতির সব দিক বিবেচনা করে জাতীয় শিক্ষানীতির একাধিক অংশ বাস্তবায়নের পথে হাঁটছে রাজ্যে। নতুন শিক্ষানীতিতে যদি কোনো শিক্ষার্থী কোর্স চলাকালীন পড়াশোনা বন্ধ করে দেয়, তা পুনরায় চালু করার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে। অন্যদিকে, চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির পথে হাঁটছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষানীতির এই অংশগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারদের সঙ্গে বৈঠক করবেন উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তারা।
৪ বছরের স্নাতক কোর্সের কয়েকটি বৈশিষ্ট্য :
১) তিন বা চার বছর মেয়াদী UG ডিগ্রী প্রোগ্রাম বিভিন্ন এন্ট্রি এবং এক্সিট পয়েন্টের পাশাপাশি পুনরায় প্রবেশের সুযোগ থাকছে।
২) যে সমস্ত শিক্ষার্থীরা ১ম বর্ষের পরে প্রস্থান করতে চান তাদের অধ্যয়নের ক্ষেত্রে একটি শংসাপত্র (Certificate) দেওয়া হবে।
৩) যে শিক্ষার্থীরা ২য় বর্ষের পরে প্রস্থান করতে চান তাদের অধ্যয়নের ক্ষেত্রে ডিপ্লোমা (Diploma) দেওয়া হবে।
৪) তিন বছরের কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীদের স্নাতক ডিগ্রি (Bachelor Degree) প্রদান করা হবে।
৫) চার বছরের স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা সরাসরি পিএইচডির জন্য আবেদন করতে পারেন। এ জন্য ওই শিক্ষার্থীর ন্যূনতম সিজিপিএ হতে হবে ৭.৫।
লাইক করুন আমাদের ফেসবুক পেজ- https://www.facebook.com/biplabisabyasachi
New Education Policy | 4 years Graduation
– Biplabi Sabyasachi Largest Bengali Newspaper