পত্রিকা প্রতিনিধিঃ গোপীবল্লভপুর থানার তৎপরতায় আবার সোনারীমারা গ্রামে জ্বললো আলো। প্রশাসনিক কাজের পাশেও যে তাদের অন্য রূপ আছে, গোপীবল্লভপুর থানা আর একবার প্রত্যক্ষ করেছিল সাধারণ মানুষের কাছে। সমাজ সেবায় এক অন্যান্য নজির স্থাপন করল ঝাড়গ্রাম জেলার এই থানাটি। প্রসঙ্গত, গোপীবল্লভপুর ১ নং ব্লকের কেন্দুগাড়ী ৭ নং অঞ্চলের সোনারীমারা গ্রামে প্রায় ৭ দিন ধরে বিদ্যুৎ ছিল না। ফলে গ্রামের মানুষরা অসহায় হয়ে পড়েছিল। এমনকি বিদ্যুৎ না থাকার কারণে পানীয় জলের সমস্যায় পড়েছিলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সমস্যার কথা জানতে পেরে গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি সাথে সাথেই তিনি ইলেকট্রিক ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে নতুন ট্রান্সফর্মা লাগানোর ব্যবস্থা করেন। গোপীবল্লভপুর থানার এই অভিনব উদ্যোগে খুশি গ্রামবাসীরা।
0